Header Ads

উত্তরবঙ্গের জনসভা থেকে তৃণমূল নেত্ৰীকে তোপ মোদীর

নয়া ঠাহর প্ৰতিবেদন, জলপাইগুড়িঃ উত্তরবঙ্গের ময়নাগুড়িতে শুক্ৰবার দুপুরে বিশাল জনসভা করেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, গরীবকে যারা লুটেছে তাদের ‘পাই পাই’ হিসাব নেওয়া হবে৷ চিট ফান্ড করে যারা লক্ষ লক্ষ গরিব মানুষকে লুটেছে তৃণমূল নেত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রক্ষা করার চেষ্টা করছেন। মোদী লুটেরাদের এবং তাদের রক্ষাকৰ্তাদের আদালতের কাঠগড়ায় টেনে নিয়ে যেতে প্ৰতিশ্ৰুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন। প্ৰসঙ্গক্ৰমে তিনি আরও বলেন- ‘বাংলার মুখ্যমন্ত্ৰী দিদি কিন্তু দাদাগিরি চলছে অন্য কারুর। রাজ্য এখন জগাই-মাধাই দ্বারা পরিচালিত হচ্ছে। দিদি এখন দিল্লিতে যেতে চাইছেন তাই সিন্ডিকেটের লুটপাটের জন্য বাংলাকে ছেড়ে দিয়েছেন। তিনি আরও বলেন- ভারতে এই প্ৰথম লুটেরাদের বাঁচাতে মুখ্যমন্ত্ৰী ধরনায় বসেছেন। একসময় গান্ধিজী এবং নেতাজী জনগণের কল্যাণের জন্য লড়াই করেছিলেন আর মমতা দিদি লুটেরাদের গা বাঁচাতে ধরনায় বসছেন। মোদী এদিন ময়নাগুড়ির জনসভায় তৃণমূল নেত্ৰীকে কোনঠাসা করতে বলেন- ‘কলকাতা এখন দুৰ্নীতির কেন্দ্ৰে পরিণত হয়েছে। যে সময় আমরা বিদেশ থেকে পলাতকদের নিয়ে আসছি ঠিক সে সময় ওঁরা লুটেরাদের বাঁচাতে একজোট হচ্ছেন।’ ‘মহামিলাওট’ বা মহাভেজাল জোটের চেষ্টাকে কখনও সফল হতে দেবেন এদিনের জনসভা থেকে মন্তব্য করেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.