Header Ads

গুয়াহাটিতে সিটি বাসের জন্য কামরূপ জেলা প্ৰশাসনের নতুন গাইডলাইন

 
 ছবি, সৌঃজিপ্লাস
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ গুয়াহাটিতে মিনি সিটি বাসের জন্য কামরূপ জেলা প্ৰশাসনের পক্ষ থেকে নতুন গাইড লাইন দেওয়া হয়েছে। মহানগরে যানজট এড়াতে ২২টি মিনি সিটি বাস থেকে ৩৭ টি করা হয়েছে। খুব শীঘ্ৰই ১৫ টি নতুন বাস সাধারণ মানুষের সুবিধাৰ্থে মহানগরের রাস্তায় নামানো হচ্ছে। রিজিওনাল ট্ৰান্সপোৰ্ট (আরটিএ)র নিৰ্দেশ মতে বাসগুলি নিজেদের নিৰ্দিষ্ট রুটে চলাচল করবে। নতুন নিৰ্দেশে সিটি বাসের স্টপেজ কমিয়ে দেওয়া হবে। এক কিলোমিটারের চেয়ে কম দূরত্বের বাসস্টপেজগুলি ভেঙে ফেলা হবে। তাছাড়া প্ৰত্যেক স্টপেজে বাসগুলি ২ মিনিট দাঁড়াতে পারবে। তার থেকে বেশি নয়। এখন থেকে বাস চলাচলের জন্য অনুমতি পত্ৰ পরিবহন বিভাগ থেকে দেওয়া হবে। খানাপাড়া থেকে জালুকবাড়ি পৰ্যন্ত রুটের বাসগুলি আসবে ছয়মাইল, দিসপুর, গণেশগুরি, ভাঙাগড়, পল্টনবাজার, ফ্যান্সি বাজার, ভরলুমুখ, কামাখ্যা গেট, মালিগাঁও চারিলি হয়ে। ঠিক এভাবেই মহানগরে ৩৭ টি রুটে আলাদা আলাদাভাবে বাসগুলি প্ৰশাসনের তরফ থেকে ভাগ করে দেওয়া হয়েছে। এর ফলে নিজেদের গন্তব্য স্থানে পৌঁছতে সাধারণ মানুষের অযথা সময় নস্ট হবে না, অনেকটা সময়ও বাচবে এবং দৈনন্দিন বাস যাত্ৰায় হয়রানির শিকার হতে হবে না, এমনটাই আশা করা হচ্ছে। 
   





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.