Header Ads

উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ২৮ টি আসনের নবনির্বাচিত পরিষদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

  বিপ্লব দেব হাফলংঃ দ্বাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বাশাসিত পরিষদের ২৮ টি আসনের নবনির্বাচিত পরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হল সোমবার। হাফলং সাংস্কৃতিক ভবনে আজ ২৮ জন পরিষদ সদস্যকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলাশাসক বিক্রম দেব শর্মা। ডিমা হাসাও জেলার জেলাশাসক জরুরি কাজের জন্য গুয়াহাটিতে থাকার দরুন অতিরিক্ত জেলাশাসক পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সোমবার দুপুর ১২ টায় এই শপথ গ্রহন অনুষ্ঠান শুরু হয়। এদিন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভারপ্রাপ্ত সিইএম তথা এবারের পরিষদ নির্বাচনে দিহাঙ্গী আসন থেকে বিজেপির জয়ী পরিষদ সদস্য দেবোলাল গার্লোসা ডিমাসা পরম্পরাগত পোষাক পরে নিজের মাতৃ ভাষায় ডিমাসা ভাষায় শপথ গ্রহন করেন। এদিন বিজেপির ১৯ জন পরিষদ সদস্যের সঙ্গে কংগ্রেসের ২ জন অগপর ১ জন ও নির্দল ৬ পরিষদ সদস্য শপথ গ্রহন করেন। এদিন শপথ গ্রহন অনুষ্ঠানের শুরুতে হাফলং আসন থেকে জয়ী কংগ্রেসের বিজয়ী পরিষদ সদস্য ইংরাজীতে শপথ বাক্য পাঠ করেন। তারপর একে একে নবনির্বাচিত সদস্য ফ্লেমিং রূপসী সাইলা, অগপর পরিষদ সদস্য নুনমিললাল লিয়েনথাং কুকি ভাষায় বিজেপির পরিষদ সদস্য রাহুল নাইডিং ডিমাসা ভাষায় বিজেপির পরিষদ সদস্য জসমথাং মার মার ভাষায় নির্দল পরিষদ সদস্য নওা দাইমে ইংরাজী ভাষায় বিজেপির পরিষদ সদস্য পাওদামিং নৃয়ামে জেমি ভাষায় বিজেপির পরিষদ সদস্য নিপোলাল হোজাই ডিমাসা ভাষায় বিজেপির পরিষদ সদস্য নন্দিতা গার্লোসা  নির্দল পরিষদ সদস্য বিজিত লাংথাসা বিজেপির পরিষদ সদস্য রতন জারামবুসা বিজেপির পরিষদ সদস্য বিশ্বজিৎ দাওলাগাপু বিজেপির পরিষদ সদস্য প্রজিৎ হোজাই বিজেপির পরিষদ সদস্য  গলঞ্জ থাওসেন নির্দল পরিষদ সদস্য বিমল হোজাই বিজেপির পরিষদ সদস্য নবজিৎ হোজাই বিজেপির পরিষদ সদস্য নজিত কেম্প্রাই বিজেপির পরিষদ সদস্য দেবজিৎ বাটারি বিজেপির পরিষদ সদস্য আমেন্দু হোজাই বিজেপির পরিষদ সদস্য মনজিৎ নাইডিং বিজেপির পরিষদ সদস্য রানু লাংথাসা ডিমাসা ভাষায় শপথ বাক্য পাঠ করেন। তাছাড়া বিজেপির পরিষদ সদস্য নম্রথাং মার ও স্যামুয়েল চাংসন লালরেমসিয়ামা ডার্নে যথাক্রমে মার ভাষা ও ইংরাজীতে শপথ নেন। নির্দল প্রার্থী এস টি জেম রাংখল রাংখল ভাষায় নির্দল প্রার্থী রামগালুম্বে জেমি হিন্দিতে কংগ্রেসের ডরমেন ইংহি ইংরাজীতে শপথ নেন। তাছাড়া বিজেপির বেশীর ভাগ নির্বাচিত পরিষদ সদস্যরা তাদের পরম্পরাগত পোষাক পরেই এদিন শপথ গ্রহনে উপস্থিত ছিলেন। এদিন শপথ গ্রহন অনুষ্ঠানের পর অতিরিক্ত জেলাশাসক বিক্রম দেব শর্মা দ্বাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধক্ষ্য নির্বাচন আগামী ৬ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে পরিষদের বিশেষ অধিবেশনে। মঙ্গলবার দুপুর পর্যন্ত পরিষদের অধক্ষ্য নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হবে। এদিকে বিজেপি সুত্রে জানা গিয়েছে পার্বত্য পরিষদে দ্বিতীয় বারের জন্য অধক্ষ্য হওয়ার পথে এগিয়ে রয়েছেন সেমখর আসন থেকে বিজেপির জয়ী পরিষদ সদস্য রানু লাংথাসা। তাছাড়া দ্বিতীয়বারের জন্য দেবোলাল গার্লোসার পার্বত্য পরিষদের সিইএম পদে বসা শুধু এখন মাত্র সময়ের অপেক্ষা মাত্র। কারন বিজেপির পরিষদীয় দলের সদস্যরা দেবোলাল গার্লোসার নাম পরিষদের পরবর্তী সিইএম হিসেবে ইতিমধ্যে সমর্থন করেছেন বলে জানা গিয়েছে দলীয় সুত্রে। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.