Header Ads

তোৰ্ষা সাহিত্য সংস্থার আন্তৰ্জাতিক লিটল ম্যাগাজিন উৎসব সম্পন্ন

 
রিংকি মজুমদার, কোচবিহারঃ উত্তরবঙ্গের পুরনো শহর কোচবিহারে তোৰ্ষা সাহিত্য সংস্থার উদ্যোগে ২৫ জানুয়ারি থেকে তিন দিনের আন্তৰ্জাতিক লিটল ম্যাগাজিন মেলা উদযাপন হয়। যেখানে ভারতবৰ্ষের বিভিন্ন প্ৰান্ত ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটি ছোট পত্ৰিকার সম্পাদক এবং কবি সাহিত্যিকরাও অংশগ্ৰহণ করেন। তোৰ্ষা সাহিত্য উৎসবে বিভিন্ন ভাষাভাষী কবি সাহিত্যিকদের মঞ্চে মেল বন্ধনের চেষ্টা যে করা হয়েছে তার আভাস পাওয়া যায়। সংস্থার সম্পাদক মানস চক্ৰবৰ্তী এবং অন্যান্য সদস্যরা সুদীৰ্ঘ বছর ধরে টিকে থাকা পত্ৰ পত্ৰিকার সম্পাদক এবং কবি সাহিত্যিকদের অনানুষ্ঠানিকভাবে সম্বৰ্ধনা জানিয়েছেন। অসমের বিশিষ্ট লেখিকা সুপৰ্ণা লাহিড়ি বড়ুয়াকে সংস্থার পক্ষ থেকে সম্মান দেওয়া হয়। লেখিকার প্ৰকাশিত ১২টি বইয়ের মধ্যে ‘মনিপুরের মেয়েরা সংগ্ৰাম ঘরে বাইরে’ এবং ‘ডাইনি হত্যার উৎস সন্ধানে’ কোচবিহারবাসী আগ্ৰহের সঙ্গে হাতে তুলে নিয়েছেন।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.