Header Ads

দেড় কোটি টাকার সিগারেট ডাকাতি কাণ্ডের অন্যতম সাঁকরেদ পুলিশ অফিসার গ্রেফতার

নগাঁও (অসম), ২২ জানুয়ারি, (হি.স.) : গ্রেফতার করা হয়েছে ডাকাত দলের অন্যতম সাঁকরেদ পুলিশ অফিসারকে। প্রায় দেড় কোটি টাকার সিগারেট ডাকাতি কাণ্ডে সহায়তা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আমসৈ পুলিশ ফাঁড়ির এএসআই আফজার উদ্দিন আহমেদকে। মঙ্গলবার পুলিশ অফিসার আহমেদকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, গত ১ জানুয়ারি ভোররাতে গুয়াহাটির গড়চুক এলাকায় সংঘটিত হয়েছিল চাঞ্চল্যকর সিগারেট ডাকাতির ঘটনা। ডাকাতের একটি দল লুটপাট চালিয়েছিল গরচুকে অবস্থিত আইটিসি কোম্পানির গুদামে। সেদিন প্ৰায় দেড় কোটি টাকার সিগারেট লুটে নিয়েছিল ডাকাতের দলটি। ঘটনা সম্পর্কে গরচুক থানায় এফআইআর করেছিলেন স্থানীয় আইটিসি কর্তৃপক্ষ। ওই এফআইআর-এর ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। ক্ষিপ্র গতিতে তদন্ত চালিয়ে ডাকাত দলের ১৪ জন সদস্যকে জালে পুরেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে ফাঁস হয়েছিল আমসৈ পুলিশ ফাঁড়ির এএসআই আফজার উদ্দিন আহমেদের নাম। তিনি নাকি ডাকাত দলকে এই লুটতরাজে সহায়তা করেছিলেন। ধৃত ডাকাতরা পুলিশি জেরায় প্রদত্ত স্বীকারোক্তিতে নাকি জানিয়েছিল, ডাকাতির ঘটনায় ব্যবহৃত ট্ৰাক আমসৈ বাগানে লুকিয়ে রাখতে ফাঁড়ির পুলিশ অফিসার আফজার উদ্দিন আহমেদ তাদের সহায়তা করেছিলেন। কীভাবে, কোথায় সিগারেট বোঝাই ট্রাক লুকিয়ে রাখতে হবে সে সব ব্যবস্থা তিনিই ডাকাতদের করে দিয়েছিলেন। এরপর বিভাগীয়ভাবে তদন্ত করে তাদের স্বীকারোক্তির সত্যতা লাভ করে এদিন সরকারিভাবে এএসআই আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
সৌজন্য : হিন্দুস্থান সমাচার

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.