Header Ads

বিজেপি নয় বিজেপি বিরোধী মহাজোটকেই সমর্থন করবে মোর্চা, জানালেন বিনয় তামাং

নয়া ঠাহর প্ৰতিবেদন, শিলিগুড়িঃ বিজেপি নয়, বিজেপি বিরোধী মহাজোট কেই সমর্থন করবে গোর্খা জনমুক্তি মোর্চা। মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে একথা জানান গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং। সেইসঙ্গে বর্তমানে পাহাড়ে উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছেন বিনয়। এদিন তামাং বলেন, গত ১০ বছর ধরে পাহাড়বাসী বিজেপির সঙ্গে থাকলেও, দুই সাংসদ যশবন্ত সিংহ ও সুরেন্দ্রসিং আলুওয়ালিয়া পাহাড়ের জন্য কিছুই করেননি। গোর্খাল্যান্ড দূরস্থ পাহাড়বাসীর দীর্ঘ দিনের দাবি ১১ টি জনজাতিকে তফশিলি উপজাতির মর্যাদা দেওয়া, সেটাও করেনি বিজেপি। তাই এবার মোর্চা বিজেপি বিরোধী মহাজোটেই সামিল হবে। সেই লক্ষ্যেই তিনি সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ডাকা ব্রিগেড সমাবেশে। এদিন বিনয় তামাং পাহাড়ের উন্নয়ন নিয়ে রাজ্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘ ৩০ বছরের ওপরে উন্নয়ন স্তব্ধ ছিল পাহাড়ে। কিন্তু শেষ কয়েক মাসে প্রচুর উন্নয়ন হয়েছে পর্যটন, যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে। সবটাই হয়েছে রাজ্য সরকারের দৌলতে। এই কারণে যথেষ্ট খুশি পাহাড়ের মানুষ।

No comments

Powered by Blogger.