Header Ads

গণতন্ত্র দিবসের প্রাককালে সমগ্র রাজ্যে সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করল পুলিশ প্রশাসন


বিমান বন্দর, সমস্ত ট্রেন ও স্টেশনে পুলিশের জোর তলাশী অভিযান।

দেবযানী পাটিকর,
গুয়াহাটিঃ গনতন্ত্র দিবসের জন্য মাত্র একদিন রয়ে গেছে।গনতন্ত্র দিবসের প্রাককালে সমস্ত রাজ্যে সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করল পুলিশ প্রশাসন।সংবেদনশীল সমস্ত জায়গাতে যেমন বিমান বন্দর, ট্রেন, স্টেশন, বাস স্ট্যান্ড সমস্ত জায়গায় সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে ।উত্তর পূর্বের দ্বার স্বরূপ গুয়াহাটির এক মাত্র আন্তঃরাষ্ট্রীয় বিমান বন্দর বড়ঝাড় স্থিত গোপীনাথ বরদলৈ আন্তঃ রাষ্ট্রীয় বিমান বন্দরের সুরক্ষাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আজরা পুলিশ তথা বড়ঝাড় বিমান বন্দরের সুরক্ষার দায়িত্বে থাকা সিআইএসএফের জওয়ানরা। গণতন্ত্র দিবসের দিকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার আজরা পুলিশ এবং বড়ঝাড় পুলিশ বিমান বন্দরের মুখ্য প্ৰবেশদ্বার সহ সমস্ত ছোট বড় বাহনে তলাশী চালায়।যেন কেউ কোনো বিস্ফোরক সামগ্রী নিয়ে বিমান বন্দরের ভেতরে যেতে না পারে।গণতন্ত্র দিবসের দিনে যাতে কোনো ধরনের আতঙ্ককী হামলা না হয় সেদিকে ধ্যান রেখে সুরক্ষা ব্যবস্থাকে কড়া করা হয়েছে।ওদিকে সিআইএসএফের জওয়ানরা বিমান বন্দরের ভিতরে প্ৰবেশ করার প্রাত্যেক যাত্রীদের ওপর তীক্ষ নজর রেখে চলেছে।এর সাথে স্নিফার ডগ দ্বারা বিমান বন্দরের ভিতরের ভাগ ও বাইরে তথা আশপাশের এলাকাতে জোরদার তলাশী  অভিযান চালিয়েছে।ওদিকে রেল বিভাগও সুরক্ষার ওপর বিশেষ জোর দিয়েছে।গুয়াহাটি ও কামাখ্যা স্টেশনের তালাশীকে জোরদার করেছে রেলওয়ে সুরক্ষা জওয়ানরা।স্টেশন সহিত সমস্ত ট্রেনে তলাশী চলানো হচ্ছে।রোজ হাজার ছোট বড় ট্রেন এই দুটি স্টেশন দিয়ে যাতায়াত করে আর লাখো যাত্রীরা ট্রেনে করে সফর করেন।রেল সুরক্ষা জওয়ানরা স্নিফার ডগের সাহায্যে যাত্রীদের জিনিষ পাত্র পরীক্ষা করছে বলেন কামাখ্যা স্টেশনের আইসি জয়ন্ত দাস।
ওদিকে সমস্ত বাস স্ট্যান্ডেও পুলিশ প্রাশাসন জোরদার তলাশী চালিয়েছে।মোটের ওপর গনন্ত্রত দিবসের দিনে কোনো ধরনের আতঙ্কবাদী হামলা না হয় সেদিকে তীক্ষ নজর রেখেছে পুলিশ।গুয়াহাটি মহানগরে সমস্ত যান বাহন চেক করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.