Header Ads

প্রোজেক্সেল ফাউন্ডেশনের উদ্যেগে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, সংগীত উৎসব সম্পন্ন

সীমা পুরকায়স্থ রায়, গুয়াহাটিঃ প্ৰোজেক্সেল ফাউন্ডেশন-এর উদ্যোগে দিন কয়েক আগে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য উৎসব সম্পন্ন হয়ে যায়। ছাত্রীবাড়ির লায়ন্স ক্লাবের প্রেক্ষাগৃহে আয়োজিত  এই অনুষ্ঠানটি ছিল ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠান। শাস্ত্রীয় সংগীত ও নৃত্য সম্পর্কে সমাজে সচেতনতা বাড়াতে নৃত্যোৎসবের আয়োজন করা হয়। শাস্ত্রীয় নৃত্য এবং সংগীতের ক্ষেত্রে নতুন প্ৰজন্মকে উৎসাহ দিতে এবং সেইসঙ্গে তাদের সামনে নিজেদের মেধা বিকাশের মঞ্চ তুলে ধরতে নৃত্যোৎসবের আয়োজন করা হয়। প্ৰসঙ্গত, ভারতের শাস্ত্রীয় নৃত্যগুলি ভারতের প্রাচীন নৃত্যশৈলী, যা আজও আমাদের আনন্দ দেয়, ভারতবৰ্ষের প্রাচীন সাতটি নৃত্যশৈলী এই উৎসবে প্রদর্শন করা হয়। অসমের বিভিন্ন জেলা সহ পশ্চিমবঙ্গ, ওড়িশা, কেরল দেশের বিভিন্ন জায়গা থেকে নৃত্য শিল্পীরা এই উৎসবে অংশগ্ৰহণ করেন। বর্তমানে নৃত্য শিল্প যখন পশ্চিমী নৃত্য শিল্পের দ্বারা প্রভাবিত হয়ে চলেছে ঠিক সেই সময়ে ভারতের প্রাচীন নৃত্য শিল্প গুলি  এখনও স্বমহিমায় উদ্ভাসিত। প্রোজেক্সেল ফাউন্ডেশনের এটি একটি অনন্য অনুষ্ঠান। যেখানে শুধুমাত্র বিনোদন নয় বরং ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও সংগীত সম্পর্কেও দর্শকদের প্রভাবিত করেছে। আগামী দিনেও ফাউন্ডেশনের তরফ থেকে এ ধরনের অনুষ্ঠান আয়োজিত করা হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.