Header Ads

হাফলংয়ে স্ট্রং রুমের বাইরের সিসিটিভি ক্যামেরা বিকলঃ ডনবস্কো স্কুলে উত্তেজনা

বিপ্লব দেব, হাফলং- ডনবস্কো হায়ার সেকেন্ডারি স্কুলে স্ট্রং রুমের বাইরের সিসি টিভি ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় রবিবার তীব্র উত্তেজতা দেখা দেয় ডনবস্কো হাইস্কুলে। শনিবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও রবিবার রাত এগারোটা নাগাদ হাফলং ডনবস্কো এইচএস স্কুলের স্ট্রং রুমের বাইরে তীব্র উত্তেজনা দেখা দেয়। স্ট্রং রুমের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টারা তীব্র হাঙ্গামা শুরু করে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকরা ডনবস্কো স্কুলে হাজির হয়ে হঠাৎ করে সিসি টিভি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার কারণ জানতে চান। এতে উত্তেজনা আরও বেড়ে যায়। স্ট্রং রুমের বাইরে নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে হাতাহাতি পৰ্যন্ত শুরু হয়। খবর পেয়ে জেলাশাসক তথা রিটার্নিং অফিসার অমিতাভ রাজখোয়া ও পুলিশ সুপার প্রশান্ত শইকীয়া পুলিশ ও নিরাপত্তা বাহিনী ডনবস্কো স্কুলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জেলাশাসক জানান- ডনবস্কো স্কুলের স্ট্রং রুমের বাইরে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ঠিক নিচের তলায় বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টদের জন্য একটি মনিটর রয়েছে তা হঠাৎ বন্ধ হয়ে যায় এতেই হাঙ্গামা বেঁধে যায় তবে টেকনিশিয়ান এসে সবকিছু খতিয়ে দেখলে দেখা যায় ওই মনিটরের স্যুইচ কেউ বন্ধ করে রেখে দেয়। আর তা কেউ ইচ্ছাকৃত ভাবে করেছে বলে জেলাশাসক মন্তব্য করেন। প্ৰসঙ্গত, ডনবস্কো স্কুলে স্ট্রং রুমের দায়িত্বে রয়েছে আসাম পুলিশের সঙ্গে সিআরপিএফ বাহিনী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.