Header Ads

বাংলাদেশে শপথ নতুন মন্ত্রীসভার

ননীগোপাল ঘোষ, শিলং- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে সোমবার মোট ৪৭  জন মন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ঢাকার বংগভবনের দরবার হলে । রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শেখ হাসিনাকে প্রথমে শপথ বাক্য পাঠ করান। মন্ত্রীসভায় একসময়ের বিদেশমন্ত্রী দীপু মনি  ফের ফিরে এলেন। সংখ্যালঘুদের মধ্যে সাধন চন্দ্র মজুমদার  (খাদ্য ) ও বীর বাহাদুর ঊশৈ সিং ( পার্বত্য চট্টগ্রাম বিষয়ক) পূর্ণ মন্ত্রী হয়েছেন । বিজয়ী সংখ্যালঘু সাংসদদের মধ্যে স্বপন ভট্টাচার্য  ( স্থানীয় সরকার ) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন । শেখ হাসিনা এবার  নিয়ে টানা তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন  । মন্ত্রীসভায়ও রয়েছে চমক । আগের মন্ত্রীসভার ৩৬ জন  মন্ত্রী বাদ পড়েছেন । নতুন মন্ত্রীসভায় ৪৭  জনের মধ্যে ৩১  জনই নতুন মুখ । আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন পরে চাহিদা অনুযায়ী মন্ত্রীসভার আকার বাড়তে পারে । আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪  দলের মহাজোটের কোনও শরিকেরই স্থান হল না নতুন মন্ত্রীসভাতে। বিরোধীদল হিসাবে উঠে এসেছে প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদের জাতীয় পার্টি । সংসদে বিরোধী নেতা এরশাদ হবেন বলে জাতীয় পার্টির সূত্রের খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.