Header Ads

নরেশ জৈন-এর জীবনীমূলক বই ‘জমি সে আসমা কি অউর’ উন্মোচন


গুয়াহাটির ল্যান্ডমাৰ্ক হোটেলে শুক্ৰবার নরেশ জৈন-এর জীবনীমূলক বই উন্মোচন অনুষ্ঠানে বাদিক থেকে অনিমা গুহ, মৃণালিনী দেবী, নিরুপমা বরগোঁহাই, ববিতা কোমল, নরেশ জৈন, মাইনি মহন্ত, পদ্মশ্ৰী জয়শ্ৰী গোস্বামী মহন্ত, জিতেন শৰ্মা এবং ড০ সৌমেন ভারতীয়া। 

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ আকাশ ছোঁয়ার ইচ্ছা মনে মনে রেখে যারা একেবারে শূন্য থেকে পরিশ্ৰম, সততা এবং অধ্যাবস্যায়ের সঙ্গে নিজের কাজ করে আজ সাফল্যের শীৰ্ষে পৌঁছেছেন, সেই শিল্পপতিদের মধ্যে অন্যতম হলেন নরেশ জৈন। গুয়াহাটির ল্যান্ডমাৰ্ক হোটেলে শুক্ৰবার নরেশ জৈন-এর জীবনীমূলক বই ‘জমি সে আসমা কি অউর’ গুয়াহাটির ব্যতিক্ৰম মাসডো এবং দিল্লির কৌটিল্য প্ৰকাশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। ববিতা কোমলের লেখা বইটি উন্মোচন করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি নিরুপমা বরগোঁহাই। বইটি নব প্ৰজন্মকে উৎসাহিত করবে কবে আশাবাদী ববিতা কোমল। গুয়াহাটিস্থিত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন ড০ শাহ মহম্মদ তনভির মনসুর, বিশিষ্ট সাংবাদিক তথা লেখিকা মাইনি মহন্ত, প্ৰবীণ লেখিকা অনিমা গুহ, মৃণালিনী দেবী, নিরুপমা বরগোঁহাই, নরেশ জৈন, পদ্মশ্ৰী জয়শ্ৰী গোস্বামী মহন্ত, জিতেন শৰ্মা এবং ব্যতিক্ৰম মাসডোর কৰ্ণধার ড০ সৌমেন ভারতীয়া ছাড়াও আরও অনেকেই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.