Header Ads

কাৰ্বি আংলঙের সব নগর সমিতি বিজেপির দখলে

সঙ্গীতা ভৌমিক দাস, ডিফুঃ গত ৮ জানুয়ারি নিৰ্বাচন অনুষ্ঠিত হওয়া কাৰ্বি আংলং জেলার ৯টি নগর সমিতির নিৰ্বাচনের আজ ফলাফল ঘোষণা হয়। আজকের ফলাফলে বিরোধী কংগ্ৰেস, এএসডিসি, এইচএসডিসিকে একপ্ৰকারে ধুলিস্যাৎ করে সবকটি নগর সমিতিই গেছে বিজেপির দখলে। বিরোধী কংগ্ৰেস এবং এএসডিসি দল ৯টি নগর সমিতির ৬৪টি আসনের মধ্যে মাত্ৰ চারটি আসনেই সন্তুষ্ট থাকতে হয়। আজ ঘোষিত ফলাফল অনুসারে- পশ্চিম কাৰ্বি আংলং জেলার বৈঠালাংশু নগর সমিতির ১ এবং ২ নং ওয়াৰ্ডে এএসডিসি দলের রাজেশ্বর বে এবং লিপছন হান্সে বিজয়ী হন। ৫ নং ওয়াৰ্ডে নিৰ্দল কাৰ্তিক দে বিজয়ী হন। অন্যদিকে, ৩,৪,৬ এবং ৭ নং ওয়াৰ্ডে ক্ৰমে চিত্ৰ বাহাদুর নেওয়ার, হারছিং রংফার, চন্দ্ৰ রংহাং এবং প্ৰদীপ তেরাং বিজেপি দলের হয়ে বিজয় সাব্যস্ত করেন। হামরেণ নগর সমিতির ৭টি আসনেই বিজেপি জয় সাব্যস্ত করে। ডংকামোকাম নগর সমিতিরও ৫টি আসনই যায় বিজেপির দখলে। বোকাজান নগর সমিতির ৬টি আসনের একটিতে কংগ্ৰেসের দীপাংকর গগৈ বিজয়ী হন। বাকি ৫চি আসনে বিজেপির রজত দাস, নিলু দাস, বাবলু দাস, বিনোদ কুমার শ্বাহ, রাজীব বৰ্ধন এবং সুন্দরসিং ইংতি বিজয়ী হন। বকলীয়াঘাটের মোট ৭টি নগর সমিতি আসনেও বিজেপি দল জয়ী হয়। নগর সমিতিটিতে হেমছিং টেরণ, মিনিকী ইংতিপী, গৌতম বণিক, অনিতা শইকিয়া, প্ৰাঞ্জল শৰ্মা, রাজু তেরাং, বিজয় হান্সে বিজয়ী হন। ডংকামোকাম নগর সমিতির ৬টি আসনেই বিজেপি দলের প্ৰাৰ্থী বিজয়ী হন। বিজয়ী প্ৰাৰ্থীরা ক্ৰমে রেবেকা ইংতিপী, জিতু চন্দ, প্ৰহ্লাদ তিমুং, বীরেণসিং টেরণ, রূপসিং টেরণ এবং সারলংকি তিসো। হাওরাঘাট নগর সমিতির মোট ৫টি আসনের একটিতে কংগ্ৰেস দলের প্ৰাৰ্থী এবং একটিতে নিৰ্দল প্ৰাৰ্থী জয়ী হয়েছেন। অন্যদিকে বিজেপির ৩ জন বিজয়ী হয়েছেন। সংবাদ লেখা পৰ্যন্ত ডিফু নগর সমিতির ১৪টি আসনেই বিজয় লাভ করাটা প্ৰায় নিশ্চিত ছিল। লাংহিন নগর সমিতিতে ইতিমধ্যে বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় বিজেপির ৫ পাৰ্থী জয়ী হয়েছেন। নিৰ্বাটন অনুষ্ঠিত হওয়া একমাত্ৰ আসনটিতে নিৰ্দল জীবেশ্বর বরা জয়ী হন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.