Header Ads

আলাদা গারোল্যান্ডের দাবি গারোল্যান্ড ষ্টেট মুভমেন্ট কমিটির

ননী গোপাল ঘোষ, শিলং-আলাদা গারোল্যান্ডের দাবি তুলল গারোল্যান্ড ষ্টেট মুভমেন্ট কমিটি । বুধবার শিলঙের অতিরিক্ত সচিবালয়ের সামনের পার্কিং লটে প্রায় শ'খানেক মানুষ জমায়েত হয়।  ছিল প্রাক্তন জিএনএলএ চেয়ারম্যান চেম্পিয়ন সাংমার নতুন সংগঠন  আ'চিক হলিষ্টিক এওকেনিং মুভমেন্ট ও। এদিন ‘নো গারোল্যান্ড নো রেস্ট’ স্লোগানে সোচ্চার হন সেখানে উপস্থিত বিভিন্ন সংগঠনের সদস্যরা।

No comments

Powered by Blogger.