Header Ads

‘বাংলাদেশের ভুপেন হাজরিকা' লিয়াকৎ আলি লাকি


গুয়াহাটিঃ বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির প্ৰধান সচিব লিয়াকৎ আলি লাকির সঙ্গে অসমের সঙ্গীতজ্ঞ ভুপেন হাজরিকার এক দূৰ্লভ আলোকচিত্ৰ ভুপেন হাজরিকা মিউজিয়ামে অৰ্পন করল ব্যতিক্ৰম। আশির দশকে সুধাকণ্ঠ ভুপেন হাজরিকা বাংলাদেশ সফরের সময় তরুণ যুবক লিয়াকৎ আলি লাকির গান শুনে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং ভুপেন হাজরিকা। তিনি  লিয়াকৎকে ‘জুনিয়র ভুপেন’ বলে অভিহিত করেছিলেন। সেই স্মৃতিতে এক দূৰ্লভ চিত্ৰ ভুপেন হাজরিকা মিউজিয়ামে অৰ্পন করা হল। ব্যতিক্ৰমের পক্ষে ব্যতিক্ৰম মাসডোর সভাপতি সৌমেন ভারতীয়া, পদ্মশ্ৰী সূৰ্য হাজরিকা, সংঙ্গীত শিল্পী মণীষা হাজরিকা, উষারঞ্জন ভট্টাচাৰ্য প্ৰমুখ এই আলোকচিত্ৰটি অৰ্পণ করেন। গুয়াহাটিস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার শ্বাহ মহম্মদ তনবীর মনসুরও উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.