Header Ads

প্ৰতিবন্দ্বীরা সমাজের আবৰ্জনা নয়, সম্পদঃ সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য


গুয়াহাটিঃ আন্তৰ্জাতিক প্ৰতিবন্দ্বী দিবস উপলক্ষে শিক্ষামন্ত্ৰী সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য বলেন, বিশেষভাৱে অক্ষম লোকদের আবৰ্জনা বলে ভাবা উচিত নয়, তারা প্ৰকৃতাৰ্থে মানব সম্পদ। এই উপলক্ষ্যে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ফণীধর প্ৰেক্ষাগৃহে অনুষ্ঠিত সভায় ঈরিদা কলেজের কৃতী ছাত্ৰী তৃষ্ণা চৌধুরীর হাতে শিক্ষামন্ত্ৰী পুরস্কার তুলে দেন। ঈরিদা কলেজের ম্যাগাজিন ‘দেবাংগ প্ৰভা' উন্মোচন করা হয়। ব্যতিক্ৰম মাসডো প্ৰধান সৌমেন ভারতীয়া, অধ্যাপিকা রীতা চৌধুরী, অধ্যাপক মিণ্টু ভট্টাচাৰ্য ঈরিদা কলেজের পরিচালনা কমিটির সভাপতি ড০ ধনেশ্বর কলিতা প্ৰমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.