Header Ads

ডিমাসা ছাত্র সংস্থার নবনির্মিত হিরিম্ব প্রতাপ ভবনের উদ্বোধন করলেন সিইএম গার্লোসা


 বিপ্লব দেবঃ হাফলং,
শৈল শহর হাফলঙে সোমবার ডিমাসা ছাত্র সংগঠনের হিরিম্ব প্রতাপ থাওসেন ভবনের উদ্বোধন করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা। সোমবার বেলা ১১ টায় ডিমাসা ছাত্র সংস্থার নবনির্মিত হিরিম্ব প্রতাপ থাওসেন ভবনের উদ্বোধন করে সিইএম দেবোলাল গার্লোসা বলেন ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলাকে নিয়ে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবিতে আন্দোলন তীব্রতর করে তুলতে হবে। দীর্ঘ তিনদশক থেকে ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবিতে গনতান্ত্রিক আন্দোলন করে আসছে। সিইএম বলেন এই স্বশাসিত রাজ্যের দাবিতে আমরা ও এক সময় লড়াই করেছি এতে অনেকের রক্ত ঝড়েছে কিন্তু তারপর ও সরকার অটোনামস স্টেট মুভমেন্ট নিয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না তাই সকল জাতি জনগোষ্ঠী এক হয়ে ডিমা হাসাও ও কার্বি-আংলংকে নিয়ে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবিতে আন্দোলন আরো তীব্রতর করে তুলতে হবে বলে মন্তব্য করেন। তাছাড়া ডিমা হাসাও এবং কার্বি-আংলং জেলায় অন্যকোন জনগোষ্ঠীকে এসটি হিলসের মর্যাদা দেওয়ার সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হবে বলে সিইএম দেবোলাল গার্লোসা মন্তব্য করেন। এদিকে এদিনের হিরিম্ব প্রতাপ থাওসেন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক অমিতাভ রাজখোয়া ডিমাসা সর্বোচ্চ সংগঠন জাদিখে নাইশ হসমের সভাপতি কল্যান দাওলাগাপু পার্বত্য পরিষদের ইএম আমেন্দু হোজাই ডিমাসা স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি সিধুত নাইডিং সম্পাদক প্রমিথ সেঙ্গইয়ং প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.