Header Ads

ডিমা হাসাও জেলায় মতিব্রা গ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত

বিপ্লব দেবঃ হাফলং
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের মুখে জঙ্গি বিরোধী অভিযান চালিয়ে এক বড়সড় সাফল্য অর্জন করল। ডিমা হাসাও পুলিশের সঙ্গে ডিমাসা ন্যাশনাল আর্মি নামের জঙ্গি সংঘঠনের এক সংঘর্ষে জঙ্গি সংঘঠনটির এক কট্টর সদস্য নিহত হয়েছে। মাইবাং মহকুমার অন্তর্গত কালাচান্দের মতিব্রা গ্রামে ডিমাসা ন্যাশনাল আর্মি জঙ্গি সংঘঠনের এক সংঘর্ষ বাঁধে এতে এক জঙ্গি পুলিশের গুলিতে নিহত হয়। অতিরিক্ত পুলিশসুপার পুষ্পরাজ সিং জানিয়েছেন গোপন সুত্রের খবরের ভিত্তিতে মাইবাং থানার এসডিপিও মায়াঙ্ক ঝা-র নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী মাইবাং থানার অন্তর্গত কালাচান্দ মতিব্রা গ্রামে শুক্রবার কাকভোরে অভিযান চালালে পুলিশ সঙ্গে ও জঙ্গি সংঘঠনের সদস্যদের সংঘর্ষ বাঁধে দুই পক্ষের গুলি বিনিময়ে জিতেশ হাফলংবার নামে এক জঙ্গি সদস্য নিহত হলে জঙ্গি সংঘঠনের বাকি সদস্যরা ঘন জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে জঙ্গি সংঘঠনের বাকি সদস্যদের খোঁজে পুলিশ মতিব্রা গ্রামের ঘন জঙ্গলে তীব্র অভিযান অব্যাহত রেখেছে। পুলিশ জানিয়েছে নিহত জঙ্গি জিতেশ হাফলংবারের বাড়ি মাইবাং মহকুমার মতিব্রা গ্রামে। এদিকে নিহত জঙ্গি সদস্যদের কাছ তেকে পুলিশ ১ টি রাইফেল ৮১ রাউন্ড তাজা গুলি ও ২ টি মোবাইল হ্যান্ড সেট উদ্ধার করে। সদ্য পাহাড়ে ডিমাসা ন্যাশনাল আর্মি নামের একটি জঙ্গি সংঘঠন আত্ম প্রকাশ করে বলে সংবাদ মাধ্যমকে জানিয়ে ছিল সংঘঠনটির প্রচার সচিব জন ডিমাসা। কিছুদিন লাংটিং এলাকার ঘন জঙ্গলে সন্দেহভাজন জঙ্গিরা চারটি কাঠ বোঝাই ট্রাক আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল।  সন্দেহ করা হচ্ছে এই ঘটনার সঙ্গে এই নব গঠিত জঙ্গি সংঘঠনটি জড়িত ছিল। এদিকে পাহাড়ে নতুন জঙ্গি সংঘঠনের আত্মপ্রকাশ করার খবরে ডিমা হাসাও পুলিশ বেশ সক্রিয় হয়ে উঠেছিল এবং বেশ কিছুদিন থেকে পুলিশ মাইবাং মহকুমায় অভিযান তীব্রতর করে তুলে ছিল। আর এতেই শুক্রবার বড়সড় সাফল্য পায় ডিমা হাসাও পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.