Header Ads

কনকনে হাঁড়কাপানো শীতে মধ্য রাতের সাঁতারে সামিল হবে



ননী গোপাল ঘোষঃ শিলং
শীতে জবুথবু শিলং। কনকনে হাঁড়কাপানো ঠাণ্ডা। রোদ্দুরের মুখ দেখাই দুষ্কর আর এই শীতে যদি রাত বারোটায় সুইমিং পুলের ঠাণ্ডা জলে সাঁতার কাটতে হয় বুঝতেই পারা যায় বুকের পাটা বড় না হলে এটা সম্ভবই নয়। এর মধ্যে আবার সুইমিং পুলের জলকে আরও শীতল করতে মেলানো হবে বড় বড় বরফের চাঁইও। তবু ও কিন্তু কিছু অকুতোভয় মানুষ প্রতিবারই সামিল হন এই আনন্দের ভাগ নিতে শিলঙের কালচে সবুজ ঘেরা ক্রিনোলিন সুইমিং পুলে। ৩১ ডিসেম্বর রাত বারোটায় অনান্যবারের মতো এবার ও সামিল হবেন কিছু অকুতোভয়। সাঁতার কেটে করবেন বর্ষবরণ। এই উৎসব এবার পা রাখবে ২২ বছরে। কোনও রকমের মদিরা পান নিষেধ। মদিরা পান করে কাটা যাবে না সাঁতার। ‘‘ফর এভার ইয়ং’’ এভাবেই চালিয়ে আসছে এই উৎসব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.