Header Ads

বিজেপি সভাপতিকেও সবরমতি জেল খাটতে হয়েছিল, সেই সভাপতির এখন কংগ্ৰেসকে ‘বেইমান' বলার অধিকার নেইঃ রঞ্জন, অপূৰ্ব


গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল কংগ্ৰেসের সৰ্বভারতীয়া সভাপতি রাহুল গান্ধীকে ‘বেইমান' বলে মন্তব্য করায় কংগ্ৰেস দারুন চোটেছে। এর পরেও বিজেপির রাজ্য মুখ্যপাত্ৰ রূপম গোস্বামী এবং বিজন মহাজন বলেছেন, ‘বেইমান' শব্দটি অসাংবিধানিক নয়, এবং রাজ্যিক কংগ্ৰেস সভাপতি রিপুন বরাকে তিহার ‘জেল ফেরৎ আসামি' বলেও মন্তব্য করেছেন। তার প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে আজ প্ৰদেশ কংগ্ৰেসের সাধারণ সম্পাদক (সংগঠন) রঞ্জন বরা এবং অপূৰ্ব ভট্টাচাৰ্য বলেছেন, রিপুন বরা ইতিমধ্যে সুপ্ৰীমকোৰ্টের দ্বারা দোষমুক্ত হয়েছেন। এর পরেও বিজেপি নেতারা জেল ফেরৎ বলে মন্তব্য করে আসুরিক পরিতৃপ্তি লাভ করেছে। সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘৰ্ষের অভিযোগে ৩ মাস জেল খেটে ‘বেইমান' ভারতীয় জনতা পাৰ্টির সভাপতির পদ অলংকৃত করে আছেন। জাতি-মাটি-ভেটির প্ৰতিশ্ৰুতি দেওয়া বিজেপি রাজ্যে বিদেশীর রক্ষা কৰ্তা হিসাবে পরিগণিত হয়েছে। কংগ্ৰেস-অগপর মধ্যে গোপন মিত্ৰতা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি অগপকে প্ৰচণ্ড গালি-গালাজ করল তার পরেও ‘বেইমান' জনতা পাৰ্টির মুখ্যমন্ত্ৰী দিল্লীতে নিৰ্লজ্জভাবে ঘোষণা করল অগপর সঙ্গে তাদের মিত্ৰতা অটুট আছে। বিজেপির ইতিহাস ‘বেইমানের ইতিহাস' বলে উল্লেখ করে রঞ্জন বরা বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করা বৃট্ৰিশশের সঙ্গে সহযোগিতা করেছেন। জনগণ বিচার করnক কারা বেইমান? কংগ্ৰেসের অপর সাধারণ সম্পাদক তথা মুখপাত্ৰ অপূৰ্ব কুমার ভট্টাচাৰ্য বলেন, কংগ্ৰেস দলের পঞ্চায়েত এবং ৫ রাজ্যে বিধানসভা ফলাফল ভাল হওয়ার পর থেকে বিজেপি দলের নেতাদের মানসিক ভারসাম্যতা নষ্ট হয়েছে। তাই রাহুল গান্ধী সম্পৰ্কে রুচিহীন এবং অশোভনীয় মন্তব্য করে যাচ্ছেন। বিজেপি ক্ষমতায় বসেই গরিব সাধারণ মানুষের ঘাড়ে বোঝা চাপিয়ে পুঁজিপতিদের বৃহৎ পরিমাণ ঋণ পাওয়ার সুবিধা করে দিয়েছে। বিজেপি সৰ্বভারতীয় সভাপতি অমিত শাহ গুজরাটের গৃহমন্ত্ৰী থাকার সময় হত্যার অভিযোগে তাকে ‘সবরমতি' জেলে কাটাতে হয়েছিল, অসম রাজ্য বিজেপির নয়নের মণি হিমন্ত বিশ্ব শৰ্মাকেও পুলিশ গ্ৰেফতার করেছিল, সিবিআইয়ের জেরার মুখেও পড়তে হয়েছিল। ছাত্ৰ নেতা সৌরভ বরার হত্যা কাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্ৰীর দিকেও আঙুল তোলা হয়েছিল সে কথা কি ভুলে গেছে বিজেপি নেতারা প্ৰশ্ন অপূৰ্ব কুমার ভট্টাচাৰ্য এবং রঞ্জন বরার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.