Header Ads

কম্পিউটার নজিরদারির কেন্দ্ৰীয় নিৰ্দেশের ফলে বিরোধীদের তীব্ৰ প্ৰতিবাদ

গুয়াহাটিঃ দেশের সব কম্পিউটারের ওপর দশ কেন্দ্ৰীয় সংস্থা নজরদারি চালাবে। সিবিআই, রিসাৰ্চ এ্যণ্ড এ্যনালেটিকেল উইংস সহ দশ টি কেন্দ্ৰীয় তদন্তকারী সংস্থা দেশের ইনটারনেট, ফেসবুক সহ কম্পিউটার ব্যবহারকারীদের যাবতীয় আইন বিরোধী, দেশ বিরোধী কাৰ্য কলাপের বিরুদ্ধে নজরদারি চালাতে পারবে, নিয়ন্ত্ৰণ আরোপের জন্য কেন্দ্ৰীয় সরকার এই সিদ্ধান্ত গ্ৰহণ করেছে। অৰ্থমন্ত্ৰী অরুণ জেটলি জানিয়েছেন, আগে ইউপিএ আমলে তা গোপনে করা হয়েছিল, এখন প্ৰকাশ্যে এল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, জম্মু কাশ্মীরের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী ফারুক আব্দুল্লা সহ দেশের অধিকাংশ বিরোধী দল অভিযোগ করেছে এই সিদ্ধান্তের ফলে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, স্বাধীন দেশের নাগরিক হয়েও তাদেরকে পরাধীন করা হচ্ছে। মুখ্যমন্ত্ৰী মমতা বলেছেন, এই বেআইনী নিৰ্দেশের ফলে রামকৃষ্ণ আশ্ৰম, গীৰ্জা, মন্দির, মসজিদ সহ দেশের সব কম্পিউটার ব্যবহারকারীদের সব তথ্য কেন্দ্ৰীয় সরকারের হাতে অৰ্পন করতে হবে। দেশের গণতন্ত্ৰ আজ বিপন্ন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.