Header Ads

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের দিন তারিখ ঘোষনা করল রাজ্যের নির্বাচন আয়োগ


বিপ্লব দেবঃ হাফলং
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সাধারন নির্বাচনের নির্ঘন্ট ঘোষনা করল রাজ্যের নির্বাচন আয়োগ। নির্বাচনের নির্ঘন্ট ঘোষনা করার পর থেকেই নির্বাচন আচরন বিধি বলবৎ হয়ে গেল এবং নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নির্বাচন আচরন বিধি বলবৎ থাকবে। শনিবার বিকেলে জেলাশাসক কার্যালয়ে ডিমা হাসাও জেলার জেলাশাসক তথা রিটার্নিং অফিসার অমিতাভ রাজখোয়া সাংবাদিক সন্মেলন করে বলেন রাজ্যের নির্বাচন আধিকারিক এইচ এন বরা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের নির্ঘন্ট ঘোষনা করেন। জেলাশাসক বলেন আগামী ১৯ জানুয়ারি পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের দিন ভোট নেওয়া হবে সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। আগামী ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জেলাশাসক কার্যালয়ে। মনোনয়নপত্র গুলি পরীক্ষা করে দেখা হবে ৪ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহার করা শেষ দিন ৭ জানুয়ারি। ভোট গননা শুরু হবে ২২ জানুয়ারি সকাল ৮ টা থেকে। তাছাড়া প্রয়োজনে পুনঃভোটগ্রহনের জন্য রাখা হয়েছে ২১ জানুয়ারি। সাংবাদিক সন্মেলনে জেলাশাসক জানানা ভোটের জন্য অতিরিক্ত নিরাপত্তা বাহিনী নিয়ে আসা হবে। জেলাশাসক আশা প্রকাশ করে বলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। নিরাপত্তার ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহন করা হয়েছে বলে জানান জেলাশাসক। এদিকে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের মোট ২৮ টি আসনের মধ্যে রয়েছে ২৮০ টি ভোটগ্রহন কেন্দ্র। এরমধ্যে অতি স্পর্শকাতর ভোটগ্রহন কেন্দ্রের সংখ্যা হচ্ছে ৮৬ টি এবং স্পর্শকাতর ভোটগ্রহন কেন্দ্রের এবং স্পর্শকাতর ভোটগ্রহন কেন্দ্রের সংখ্যা হচ্ছে ১০১টি এবং তলুনা মূলক ভাবে নিরাপদ ভোটগ্রহন কেন্দ্রের সংখ্যা হচ্ছে ৯৩ টি বলে জানান জেলাশাসক তথা রিটার্নি অফিসার অমিতাভ রাজখোয়া। এবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে মোট ১ লক্ষ ২২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান জেলাশাসক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.