Header Ads

এনআরসি-র চূড়ান্ত তালিকা থেকে যাদের নাম বাদ যাবে, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে !


 
নয়াদিল্লিঃ এনআরসি-র চূড়ান্ত তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা হয়তো ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। রবিবার স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক থেকে সংবাদ মাধ্যমকে একথা জানানো হয়েছে। মোট ৪০ লক্ষ মানুষের মধ্যে এনআরসি-র খসড়া থেকে বাদ যাওয়া ১০ লক্ষ লোক তালিকায় নাম ওঠাতে ফের আবেদন জমা করেছে। স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে ফের একবার সুপ্ৰিম কোৰ্টে শুনানি হতে পারে। এ সংক্ৰান্তে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক অসম সরকারের সঙ্গে একবার আলোচনায়ও বসবে। প্ৰসঙ্গত, গত মাসে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং এনআরসি প্ৰক্ৰিয়াকে এগিয়ে নিতে অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল এবং রাজ্যের স্বাস্থ্য, পরিবার কল্যাণ মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মার সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে, ভবিষ্যতে এনআরসি-র তালিকা থেকে বাদ যাওয়া লোকদের ওয়াৰ্ক পারমিট দেওয়ার ভবিষ্যতে বিকল্প নিয়েছে কেন্দ্ৰ। এনিয়ে ভবিষ্যতে আরও একটি বিতৰ্ক সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.