Header Ads

পার্বত্য পরিষদের ২৮ টি আসনের মধ্যে ১৮ টি আসনের প্রার্থী তালিকা ঘোষনা করল অগপ


বিপ্লব দেবঃ হাফলং

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল অসম গন পরিষদ দল পরিষদের ২৮ টি আসনের মধ্যে প্রথম পর্যায়ে ১৮ টি আসনের প্রার্থী তালিকা ঘোষনা করল অগপ এই ১৮ টি আসনের মধ্যে নেই হাফলং আসন হাফলং আসন ছাড়াই অগপ ১৮ টি আসনের প্রার্থীদের নাম ঘোষনা করল কারন হাফলং আসন থেকে টিকিটের দাবিদার হচ্ছেন প্রাক্তন সিইএম তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রকান্ত ওয়ারিশা বর্তমান পরিষদ সদস্য এল লিমা কেভম তাই হাফলং আসনের প্রার্থীর নাম এখনও ঘোষনা করে নি অগপ এদিকে পার্বত্য পরিষদের যে ১৮ টি আসনের প্রার্থীর নাম ঘোষনা করেছে অগপ ডিমা হাসাও জেলা কমিটি তারা হচ্ছেন মরিল মাসা (জাটিঙ্গা) নাংমিনলাল লিয়েনথাং (বরাইল) গালাকবে নিউমে (লাইসং) সূর্যলাল কেম্প্রাই (দিয়ুংমুখ) হারভেষ্ট কাথার (গরমপানি) মুক্তাংশু হোজাই (হারাঙ্গাজাওলালরুপুই মার (লোয়ার খারতং) খুমতাইলিয়ন রাংখল (দলং) বিজয়েন্দ্র সেঙ্গইয়ং (গুঞ্জুং) অজিত হোজাই (হাডিংমা) বাবুল জহরি (দিহাঙ্গী) জেসিয়াস জেমি (দিহামব্লাই) দেবজিৎ থাওসেন (লাংটিং) প্রসন্ন হাসনু (হাতিখালি) বাইতেন্দ্র সরংপাং (দাওটুহাজা) প্রশান্ত ফংলো (সেমখর) সুব্রত হোজাই (পশ্চিম মাইবাং) উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচনের জন্য কংগ্রেস বিজেপি দল এখনও তাদের প্রার্থী তালিকা ঘোষনা করেনি অসম গন পরিষদ আগামী দু একদিনের মধ্যে হাফলং আসনের প্রার্থীর নাম ঘোষনা করার সম্ভাবনা রয়েছে কারন পরিষদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন জানুয়ারি বৃহষ্পতিবার পর্যন্ত একটি মননোয়নপত্র জমা পড়েনি বলে জানা গেছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.