Header Ads

বুধবার টুইট করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মোদীর সমালোচনায় সরব হয়েছিলেন



ননী গোপাল ঘোষঃ শিলং 
রাহুল গান্ধী বলেছিলেন ১৫ জন শ্রমিক গত দু'সপ্তাহ ধরে খনিতে জলের মধ্যে আটকে ছটফট করছেন এরই মধ্যে প্রধানমন্ত্রী বগিবিল সেতুর উপরে ক্যামেরার সামনে অহঙ্কাৰি ভংগিতে হাঁটাচলা করছেন কিন্তু তার সরকার উদ্ধারের জন্য পাম্পের ব্যবস্থা  করতে নারাজ প্রধানমন্ত্রী দয়া করে খনির শ্রমিকদের বাঁচান
প্রসঙ্গত মংগলবার মোদী অসমে এসেছিলেন দেশের বৃহত্তম রেল সড়ক সেতুর উদ্বোধনে ব্রহ্মপুত্রের উপর বগিবিলে এই সেতুর উদ্বোধন হয় রাহুল গান্ধীর টুইটের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বিগত কংগ্রেস সরকারের অবহেলাকেই দায়ী করে বলেন ‘‘দূর্ঘটনা নিয়ে কোন রাজনীতি করা উচিত নয়, রাহুল গান্ধীজী আমরা রাজ্য সরকারকে সর্বতোভাবে সাহায্য করছি কিন্তু অবৈধ খননকার্য চলছে পূর্ববর্তী কংগ্রেস সরকারের গাফিলতির জেরে মুখ্যমন্ত্ৰী মুকুল সাংমার নেতৃত্বাধীন সরকারের  আগে মেঘালয়াতে ক্ষমতায় ছিল কংগ্রেস মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমার নেতৃত্বকে বর্তমান সরকার ক্ষমতায় আসে ২০১৮ সালের মার্চে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.