বিজেপির রাজীব ভবন ঘেরাও কৰ্মসূচীতে গুয়াহাটি মহানগরে ব্যাপক যান-জট, বিশৃঙ্খলার সৃষ্টি
রাফেল ইসু্যতে দেশকে হেয় প্ৰতিপন্ন করছে কংগ্ৰেস, রাহুলের পদত্যাগ দাবি বিজেপি সভাপতি রঞ্জিত দাসের
গুয়াহাটিঃ রাফেল চুক্তিতে স্বচ্ছতা হয় নি। কেন্দ্ৰের মোদি সরকার এই চুক্তির মাধ্যমে তাদের সহযোগী অনিল আম্বানির কোম্পানীকে বহু কোটি টাকার মুনাফার সুযোগ করে দিয়েছে। এই অভিযোগ তুলে কংগ্ৰেস দেশ জুড়ে প্ৰচারাভিযান চালােচ্ছ। এর পাল্টা বিজেপিও দেশ জুড়ে কংগ্ৰেসের বিরুদ্ধে জোরদার প্ৰচারাভিযান শুরু করেছে। আজ গুয়াহাটিতে বিজেপি রাজ্য নেতৃত্বে কয়েক হাজার বিজেপি কৰ্মী কংগ্ৰেসের প্ৰধান কাৰ্যালয় রাজীব ভবন ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছিল। বিজেপি সভাপতি রঞ্জিত দাসের নেতৃত্বে এক বিশাল প্ৰতিবাদ মিছিল গুয়াহাটির গণেশগুড়ি এলাকার গোপাল বড়ো বিদ্যালয় থেকে জিএস রোডের এবিসি এলাকায় রাজীব ভবনের দিকে অগ্ৰসর হয়। এই মহা মিছিলকে কেন্দ্ৰ করে জিএস রোড সম্পূৰ্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে। ব্যাপক যান-জটের সৃষ্টি হয়, যান-বাহন চলাচল ঘণ্টার পর ঘণ্টা বন্ধ হয়ে যায়। ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই মহা মিছিলকে প্ৰতিরোধ করার জন্য মহানগর পুলিশ প্ৰশাসন ১৪৪ ধারা জারি করেছিল। সেই ১৪৪ ধারাকে বিজেপি কোনও গুরুত্বই দেয় নি। রাজীব ভবনও বিজেপির ঘেরাও কৰ্মসূচীকে ব্যৰ্থ করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্ৰহণ করেছিল কংগ্ৰেসের যুব নেতারা। শরৎ বরকটকী, নীলমনি সেন ডেকা প্ৰমুখ কয়েক জন সিনিয়র নেতা ছাড়াও রেকিবুদ্দিন আহমেদ, রকিবুল হোসেন, মানস বরা, দুলু আহমেদ, ববিতা শৰ্মা প্ৰমুখরা রাজীব ভবনের পাহাড়ায় ছিলেন। বিজেপির মহা মিছিল রাজীব ভবন পৌঁছালে এবং ঘেরাও করা হলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হত। সে কথা মাথায় রেখে পুলিশ রাজীব ভবনের আগে এই মিছিলকে আর এগোতে দেওয়া হয় নি। বিজেপি সভাপতি রঞ্জিত দাস অভিযোগ করেন, রাফেল চুক্তিকে কেন্দ্ৰ করে কংগ্ৰেস দেশ জুড়ে মিথ্যা প্ৰচার করছে। বিশ্বের চোখে দেশকে হেয় প্ৰতিপন্ন করছে। তিনি কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগ দাবি করে বলেন, সংসদ পদে থাকার কোনও নৈতিক অধিকার নেই। বিজেপি যুব নেতা দিলীপ শইকিয়া জানান, বকো, ছয়গাঁও সহ বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার বিজেপি কৰ্মা রাজীব ভবন ঘেরাও কৰ্মসূচীতে অংশ গ্ৰহণ করেছিল। কংগ্ৰেস সিনিয়র নেতা শরৎ বরকটকী বলেন, কংগ্ৰেস দল আজ পৰ্যন্ত কোনও বিরোধী দলের কাৰ্যালয় ঘেরাও করে নি। কংগ্ৰেস নেত্ৰী ববিতা শৰ্মা বলেন, বিজেপি কৰ্মী নেতাদের আহবান জানিয়ে বলেন, আপনারা রাজীব ভবনের কাৰ্যালয়ে আসুন এবং কংগ্ৰেসের সদস্য পদ গ্ৰহণ করন।









কোন মন্তব্য নেই