Header Ads

২১ ডিসেম্বর এক ঝটিকা সফরে হাফলং আসছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল

বিপ্লব দেবঃ হাফলং
মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে হাফলং শহরে চলছে ভাঙাচোরা রাস্তা মেরামতের কাজ। যখনই কোন নেতা মন্ত্রী বা কোনও ভিবিআইপি-র সফর হয় তখনই রাস্তা সংস্কারে হাত দেয় পূর্ত বিভাগ এমনই অভিযোগ জনগনের। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল শুক্রবার এক ঝটিকা সফরে হাফলং আসছেন। শুক্রবার সকাল ১০ টায় গুয়াহাটি বিমান বন্দর থেকে হেলিকপ্টারে রওয়ানা হয়ে বেলা ১১ টা নাগাদ হাফলং অবতরন করে হাফলং ফিসারী কলোনীর পাশে ডিমা হাসাও জেলা বিজেপির নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল। বিজেপির কার্যালয় ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষ করে মুখ্যমন্ত্রী এক সভায় অংশগ্রহন করার কথা রয়েছে। তারপর দুপুর দুইটা নাগাদ মুখ্যমন্ত্রী গুয়াহাটি ফিরে যাবেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের সফরকে ঘিরে প্রশাসনিক স্তরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। তাছাড়া জেলা বিজেপির নেতা কর্মীদের মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে এখন ব্যস্ততা তুঙ্গে। আগামী জানুয়ারিতে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচন এই অবস্থায় শুক্রবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের এই ঝটিকা সফর ব্যাপক তাৎপর্যপৃর্ণ বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.