Header Ads

অপহরণকারীদের কবল থেকে মুক্তি পেলেন পাইনসোডাও থাওসেন

বিপ্লব দেব, হাফলং- পাইনসোডাও থাওসেন অপহরণ কাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করল ডিমা হাসাও পুলিশ। সোমবার এক সাংবাদিক সম্মেলন ডেকে পুলিশসুপার প্রশান্ত শইকিয়া এ তথ্য দিয়ে বলেন ৭১ বছরের বৃদ্ধকে ৬ ডিসেম্বর অপহরণকারীরা পাইনসোডাও থাওসেনকে পুরনো ওয়াদ্রেংডিসা ও মুপা নদীর মধ্যবর্তী ঘন জঙ্গলে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশসুপার জানান বিশ্বস্ত সুত্রে খবর পেয়ে ডিমা হাসাও পুলিশ গত ছয় ডিসেম্বর পুরনো ওয়াদ্রেংডিসা ও মুপা নদীর মধ্যবর্তী গভীর জঙ্গলে অভিযান শুরু করলে পুলিশ ও অপহরণকারীদের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনময় হয়। অবশেষে অপহরণকারীরা অবস্থা বেগতিক দেখে বৃদ্ধ থাওসেনকে ছেড়ে পালিয়ে যায়। এদিকে অপহরণ করে বৃদ্ধকে যে জায়গায় নিয়ে রাখা হয়েছিল সেখান থেকে পুলিশ একটি চাইনিজ গ্রেনেড ৩৫ রাউন্ড এম-১৬ রাইফেলের তাজা গুলি, কয়েক জোড়া সেনা পোষাক এবং বেশ কিছু আপত্তিকর নথিপত্র উদ্ধার করে। তবে এদের কোন জঙ্গি সংঘঠনের সদস্য মানতে নারাজ পুলিশসুপার প্রশান্ত শইকিয়া বলেন- এটি একটি দুষ্কৃতীকারীর দল এদের মুখ্য উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি করে অর্থ আদায় করা। তবে পুলিশ এদের প্রতিহত করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এদের কোমর ভেঙ্গে দিতে পুলিশ তীব্র অভিযান শুরু করেছে। পুলিশসুপার সংবাদ মাধ্যমকে বলেন- গত ২৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বিশিষ্ট ব্যবসায়ী পবিত্র নুনিসার বাবা পাইনসোডাও নুনিসাকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী তিন চারজনের একটি দল। তারপর থেকেই ডিমা হাসাও পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করতে অভিযান শুরু করে। এই অপহরণ কাণ্ডে মাষ্টমতেশ্বর থাওসেন দীপঞ্জয় জারামবুসা পৃথিশ থাওসেন ওরফে খুদামকে গ্রেফতার করে পুলিশ। এদের জেরা করে অপহরণ কাণ্ডে ব্যবহৃত ভাড়া গাড়ি এএস১১এম-৯২৬৭ ইকো ভ্যান সহ চালককে আটক করে পুলিশ। এই অপহরণের আড়ালে  আরও দুই তিনজন জড়িত রয়েছে দাবি করেন পুলিশসুপার প্রশান্ত শইকিয়া। প্ৰসঙ্গত, এই অপহরণ কাণ্ডে দুই অগপ নেতার জড়িত থাকর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই গ্ৰেফতার করা হয়েছে অগপ নেতা দীপঞ্জয় জারামবুসা এবং দীপেন থাওসেনকে। এরা এই অপহরণ কাণ্ডের মূল পাণ্ডা বলে জানা গিয়েছে। তবে তিনি তদন্তের স্বাৰ্থে এ নিয়ে মুখ খুলতে রাজি হননি। এদিকে ডিমা হাসাওয়ে বিভিন্ন সমাজবিরোধী কাজকর্ম এবং অপরাধমূলক কাজ ঠেকাতে জনগনের সুবিধার্থে জনহিতায়ে নামের একটি মোবাইল অ্যাপস চালু করেছে ডিমা হাসাও পুলিশ। এই অ্যাপসের মাধ্যমে সরাসরি যে কোনও অপরাধের অভিযোগ দায়ের করা যাবে পুলিশের কাছে। ডিমা হাসাও জেলা কমিটি সুত্রের খবর, অগপ নেতা দেবেন থাওসেন ও দীপঞ্জয় জারামবুসাকে দল বিরোধী কাজের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.