Header Ads

পান্ডুতে বাঘের আতঙ্ক, সিসি ক্যামেরায় বন্দী বনরাজার চলার দৃশ্য


দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ মহানগরের পাণ্ডুতে বাঘের আতঙ্ক। এলাকায় ওম বাবার আশ্রমের সিসি ক্যামেরায় বন্দী হয়েছে বনরাজার ঘোরাফেরার দৃশ্য। আশ্রমের স্বামীজীর মতে গত পনেরো দিনে প্রায় পাঁচ বার বাঘটিকে ঘোরাফেরা করতে দেখা গেছে। আশ্রমের বারান্দায় ও আশেপাশের এলাকাতে প্রায়ই চলে আসে পূৰ্ণ বয়স্ক বাঘটি। বাঘটিকে দেখে এলাকার লোকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এর আগেও অনেক বার এই এলাকায় বাঘ এসেছে ও আশ্রমর কুকুর মেরে খেয়ে গেছে। এবার বাঘটিকে নিজের চোখে দেখে আতঙ্কিত আশ্রমের সঙ্গে সঙ্গে এলাকার লোকজন। বাঘের আতঙ্কে রাতে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন এলাকাবাসী। আশ্রমে  রয়েছে কয়েকটি ছোট বাচ্চা ছেলে। ফলে বিপদে পড়েছেন আশ্রমের স্বামীজী। কাজের জন্য সবাইকেই বাড়ির বাইরে যেতে হয়। এলাকার লোকেরা বন বিভাগের লোককে খবর দিয়েছে যদিও এখনও পর্যন্ত বিভাগের থেকে লোক আসেনি। এলাকার লোকেরা এই জায়গায় খাঁচা বসানোর অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, নীলাচল পাহাড়ে বাঘের আস্থানা রয়েছে। ক্রমাগত জঙ্গল কাটার ফলে বাঘেরা খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। কুকুর এবং অন্য জীব জন্তুকে মেরে খেয়ে চলে যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.