Header Ads

ভূপেন হাজরিকা মিউজিয়াম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল


গুয়াহাটিঃ সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার সপ্তম মৃত্যু তিথি আজ বিভিন্ন কৰ্মসূচীর মাধ্যমে রাজ্যে উদযাপন করা হয়। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল সুধাকণ্ঠের সমাধিক্ষেত্ৰে শ্ৰদ্ধাঞ্জলী জানানোর পর ভূপেন হাজরিকার মিউজিয়াম উদ্বোধন করেন। তিনি জানান, কলকাতায় ভূপেন হাজরিকার বাসস্থান এবং কাজিরঙার কুঠি ক্ৰয় করা হচ্ছে। আজ গৌহাটি হাইকোৰ্টে প্ৰায় ৩০০ আইনজীবি ভূপেনের গান গেয়ে তার প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলী জানান। আসুর উদ্যোগে এই দিনটি যথাযোগ্যমযাদা সহকারে পালন করা হয়। দীঘলী পুখুরি পারে প্ৰায় ১০ হাজার প্ৰদীপ প্ৰজ্জ্বলন করা হয়। সঙ্গীতজ্ঞের নিজরপার-এর বাস ভবনেও তার প্ৰতি শ্ৰদ্ধা জানানো হয়।  প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ সুধাকণ্ঠের প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলী জানিয়েছেন। বরাকে অসম সাহিত্য সভার উদ্যোগে ভূপেন হাজরিকার সপ্তম মৃত্যু তিথি পালন করা হয়। আসুর উপদেষ্ট সমুজ্জ্বল ভট্টাচাৰ্য গুয়াহাটি সামাধিক্ষেত্ৰের জমির পরিমাণ আরও বৃদ্ধি করে আন্তৰ্জাতিক পৰ্যায়ে উন্নীত করার দাবি জানান। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.