Header Ads

কাছাড় জেলার হরিনগর বাজার থেকে অস্ত্রশস্ত্র সহ দুই সন্দেহভাজন জঙ্গিকে পাকড়াও করে স্থানীয় বাসিন্দারা


বিপ্লব দেব, হাফলং
কাছাড় জেলার লক্ষীপুর মহকুমার অন্তর্গত জয়পুর থানার অধীন হরিনগর বাজার থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে অস্ত্রশস্ত্র সহ আটক করে স্থানীয় বাসিন্দারা। কাছাড়ের পুলিশসুপার রাকেশ রৌশন জানিয়েছেন শনিবার সকাল ১১ টা নাগাদ হরিনগর বাজারে বনধ সমর্থককারীরা সন্দেহভাজন জঙ্গিকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় বনধ সমর্থককারীদের সন্দেহ যাগে সঙ্গে সঙ্গে শুরু হয় বেধরক মারপিট এতে দুই জঙ্গি অচৈতন্য হয়ে পড়ে খবর পেয়ে কাছাড়ের পুলিশসুপার রাকেশ রৌশন লক্ষীপুর এসডিপিওকে সঙ্গে নিয়ে হরিনগর বাজারে উপস্থিত হয়ে উত্তেজিত পিকেটারসদের হাত থেকে দুই জঙ্গিকে উদ্ধার করে প্রথমিক চিকিৎসার জন্য জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেয়। তারপর জয়পুর প্রথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুই সন্দেহভাজন জঙ্গির অবস্থা বেগতিক দেখে এদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পুলিশসুপার রাকেশ রৌশন জানিয়েছেন ধৃত দুই জঙ্গির কাছ থেকে ১টি ১২ বোর সিঙ্গেল রাইফেল ২টি একে ৫৬ রাইফেল ১টি চাইনিজ এলএমজি রাইফেল ২টি ৫-৫৬ এমএম রাইফেল ১টি ২২ পিস্তল ৩০৮ রাউন্ড ৫-৫৬ এমএম পিস্তলের তাজা গুলি ৩৬১ রাউন্ড ৭-৬২ তাজা গুলি ১টি চাইনিজ গ্রেনেড উদ্ধার করে কাছাড় পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান আজ ১২ ঘন্টার কাছাড় বনধ থাকায় ডিমা হাসাও জেলার জিনামভ্যালি থেকে দুই সন্দেহভাজন জঙ্গি অস্ত্রশস্ত্র সহ নেমে এসে হরিনগর বাজারে এসে গাড়ীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। তখন হরিনগর বাজারে বনধ সমর্থককারীরা ওই দুই ব্যক্তি দেখে সন্দেহ হয় সঙ্গে সঙ্গে এদের পাকড়াও করে শুরু হয় উত্তম মধ্যম এতে দুই জঙ্গির অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এদিকে এই ঘটনার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনী সমগ্র এলাকা জোরে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে কাছাড় পুলিশ সুত্রে জানাগিয়েছে ।পরে একথাও জানা যায় যে উগ্ৰপন্থী দু’জনই মারা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.