Header Ads

২৪ ঘণ্টায় রাজ্যে ৩ জন অপহৃত

উগ্ৰতারা মন্দিরের বিগ্ৰহ আজও উদ্ধার হল না, পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়া হল

গুয়াহাটিঃ উজান অসমে স্বাধীন আলফা ভীষণভাবে সক্ৰিয় হয়ে উঠেছে। অপহরণের ঘটনা বেড়েই চলেছে। রাজ্যের পুলিশ অফিসাররা জানিয়েছেন, প্ৰস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্ৰ করে আলফার জনপ্ৰিয়তা বৃদ্ধি পেয়েছে। উজান অসমে আলফায় যোগ দেওয়ার হিড়িক পরেছে। আলফার কমাণ্ডার ইন চিফ পরেশ বরুয়ার ভাইপোও আলফায় যোগ দিয়েছে। সরকারী পুলিশ প্ৰশাসনের দুৰ্বলতার সুযোগ নিয়ে গতকাল জাগুনে পাথরখাদানের ম্যানেজার অপূৰ্ব কাকতির অপহরণের ২৪ ঘণ্টায় মধ্যেই সোনারি সাপেকাটি, টিমনহারি চা বাগানের ম্যানেজার নোমল চন্দ্ৰ বরুয়াকে অপহরণ করা হল। এদিকে কাৰ্বি আংলং জেলার হাওরাঘাট ফুলনি বাজারের ব্যবসায়ী বাবুল দেব নাথকে অপহরণ করা হয়। আলফার কমাণ্ডার ইন চিফ পরেশ বরুয়া আজ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছে, পিসিজি নেতা রেবতি ফুকনের অপহরণের পিছনে আলোচনাপন্থী আলফার হাত আছে।  আক্ৰাসুর বনধের ফলে গতকাল আক্ৰাসুর সমৰ্থকরা সেরফাংগুড়িতে ৩১ নং জাতীয় পথে উত্তর প্ৰদেশ থেকে আসা তেজপুরগামী এক ট্ৰাক চালকসহ জ্বালিয়ে দিয়েছে। চালক সাদ্দাম হুসেন ঘটনাস্থলে নিহত হয়। আহত তিনজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় পুলিশ ১০ জন আক্ৰাসু সমৰ্থককে গ্ৰেফতার করেছে। গুয়াহাটি জাগ্ৰত উগ্ৰতারা মন্দিরে অষ্টধাতুর প্ৰধান বিগ্ৰহ আজও উদ্ধার করা যায়নি। এই ঘটনায় ৪ জন গ্ৰেফতার করা হলেও প্ৰধান বিগ্ৰহ উদ্ধার না হওয়ায় আজ লতাশিল থানার পুলিশ অফিসার সুনিল কলিতাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। তার জায়গায় উপেন কলিতাকে বসানো হয়েছে। রাজ্যের আইন শৃংঙ্খলা পরিস্থিতি হঠাৎই ক্ৰমাবনতি ঘটেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.