Header Ads

অসম রাজ্য পরিবহণ নিগমের পুনর গঠন


গুয়াহাটিঃ অসমের পরিবহণ মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি বিধান সভায় প্ৰতিশ্ৰুতি দিয়েছিলেন, রাজ্য পরিবহণ নিগমকে লাভজনক প্ৰতিষ্ঠানে পরিণত করার জন্য বিভিন্ন প্ৰকল্প গ্ৰহণ করা হয়েছে। মাৰ্সিডিজ, ভলভো প্ৰভৃতি অত্যাধুনিক কোম্পানীর সঙ্গে রাজ্য পরিবহণ নিগম সমঝোতা চুক্তিতে আবদ্ধ হয়েছে। রাজ্যে অচিরেই ভলভো, মাৰ্সিডিজের মতো অত্যাধুনিক গাড়ী পথে নামবে। পরিবহন মন্ত্ৰীর এই প্ৰতিশ্ৰুতির পাশাপাশি দেখা গেছে ডিব্ৰুগড় রাজ্যে পরিবহণ নিগমের গ্যারেজে পরিত্যক্ত এ এস টি সির গাড়ীগুলোকে গ্যাস কাটার দিয়ে কেটে জলের দরে বিক্ৰি করে দেওয়া হয়েছে। পরিবহণ নিগম কোটি কোটি টাকা ঋণের জালে আবদ্ধ হয়ে আছে। এই পরিস্থিতি থেকে পরিত্ৰাণ পাওয়ার জন্য রাজ্যে পরিবহণ নিগমের পরিচালনা পৰ্ষদকে পুনর গঠন করা হল। অশোক ভট্টরায়কে রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান এবং হরিচরণ বোড়োকে ভাইস চেয়ারম্যান পদে বসানো হল। আজ নিগমের ম্যানেজিং ডিরেক্টার আনন্দ প্ৰকাশ তেওয়ারি এবং অন্যান্য অফিসাররা আজ পরিবহণ নিগমের উন্নয়নে বিভিন্ন প্ৰকল্প গ্ৰহণ করার কথা জানান। ম্যানেজিং ডিরেক্টারের সচিব আর কে লাহন আজ রাজ্যে পরিবহণ নিগমের কথা পুনর গঠনের কথা জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.