Header Ads

পূজোয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জেলাপ্রশাসনের


বিপ্লব দেবঃ হাফলং
দশমীতে রাত ৯ টার মধ্যে বিসর্জন সম্পন্ন করার নির্দেশ ডিমা হাসাও জেলাপ্রশাসনের। নিরাপত্তার জন্য শহরের প্রত্যেকটি পূজো মন্ডপে সিসি টিভি ক্যামেরা বাধ্যতামূলক বসাতে হবে। পূজোর দিন গুলি যাতে ভালোয় ভালোয় কাটে। এবং পূজোর দিন গুলিতে যাতে কোনও অশান্তির সৃষ্টি না হয় সে লক্ষ্যে ডিমা হাসাও জেলাপ্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলেছে।  বুধবার এনিয়ে জেলাশাসক কনফারেন্স হলে পুলিশ আসাম রাইফেলস পূর্ত বিভাগ বিদ্যুৎ পর্ষদ জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সহ শৈল শহর হাফলঙের বিভিন্ন পূজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন জেলাশাসক অমিতাভ রাজখোয়া। বৈঠকে জেলাশাসক পূজোর চারদিন যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। এবার হাফলং শহরের সবকয়টি পূজো কমিটির প্যান্ডেলে সিসি টিভি ক্যামেরার ব্যবস্থা রাখতে হবে শহরের পূজো প্যান্ডাল গুলির ৫০ মিটারের মধ্যে কোনও গাড়ী মটর সাইকেল স্কুটার পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। রাত ১০ টার পর লাউড স্পিকার নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি পূজো প্যান্ডালে সশস্ত্র পুলিশ বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। কোনও পূজো কমিটি অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নিতে পারবে না। পূজো প্যান্ডাল গুলিতে পলিশের সঙ্গে থাকবে পূজো কমিটির স্বেচ্ছা সেবকরা। বৃহষ্পতিবার থেকেই পূজো কমিটি গুলি নিজেদের স্বেচ্ছা সেবকদের ছবি সহ নামের তালিকা থানায় জমা করতে হবে বলে সভায় জানিয়ে দেন জেলাশাসক। এবার রাত ৯টার মধ্যে বিসর্জন পর্ব শেষ করতে পূজো কমিটি গুলিকে দুপুর ১ টা থেকে বিসর্জন যাত্রা শুরু করতে হবে এবং রাত ৯ টার মধ্যে বিসর্জন পর্ব সম্পন্ন করার নির্দেশ দেন জেলাশাসক অমিতাভ রাজখোয়া। এদিনের সভায় উপস্থিত ছিলেন ৪৩ আসাম রাইফেলসের মেজর শৈলেন্দ্র যাদব অতিরিক্ত জেলাশাসক বিক্রম দেব শর্মা দীপক জিডুং অতিরিক্ত পুলিশসুপার (নিরাপত্তা) প্রশান্ত শইকীয়া ও ইএসসি হেমাঙ্গ নবিস প্রমুখ। সভায় জেলাশাসক অমিতাভ রাজখোয়া পূজোয় সর্বাবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পূজো কমিটির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.