Header Ads

এনআরসি নবায়নের নামে বাঙালিদের হেনস্থাঃ অবস্থান ধৰ্মঘটে সারা অসম বাঙালি পরিষদের বরপেটা জেলা সমিতি

নয়া ঠাহর প্ৰতিবেদন, বরপেটাঃ এনআরসি নবায়নের  নামে বাঙালিদের রীতিমতো হয়রানির প্ৰতিবাদে বুধবার বরপেটার ‘চারি মূৰ্তি পাৰ্ক’-এর সামনে ২ ঘন্টার অবস্থান ধৰ্মঘট পালন করল সারা অসম বাঙালি পরিষদের বরপেটা জেলা সমিতি। নাগরিকত্ব প্ৰমাণে ১৫টির মধ্যে বাদ দেওয়া পাঁচটি নথিও গ্ৰহণযোগ্য করা হোক, ডিটেনশন ক্যাম্পে বন্দি বাঙালি হিন্দুদের মুক্তি দেওয়া হোক, ডি ভোটারের নোটিস বন্ধ করা হোক, পঞ্চায়েত নথি দেওয়া সত্বেও এনআরসি তালিকায় কেন বিবাহিত মহিলাদের নাম আসে নি তার তদন্ত করা হোক, এছাড়াও আরও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হাতে হাতে প্ল্যাকাৰ্ড নিয়ে এদিন সরব হন সমিতির সদস্যরা। এদিন ধর্মঘটস্থলে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্ৰীয় সাধারণ সম্পাদক প্ৰদীপ নাগ, সহ সম্পাদিকা রীতা নাগ, বরপেটা জেলা সভাপতি উদয় শংকর কৰ্মকার, জেলা উপদেষ্টা স্বদেশ আচাৰ্যী, উপসভাপতি জয়ন্তী বসাক প্ৰমুখ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.