Header Ads

ঘূৰ্ণিঝড় তিতলির দাপটে তছনছ ওড়িশা ও অন্ধ্ৰপ্ৰদেশের বিভিন্ন জায়গা, জারি রেড অ্যালাৰ্ট


নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ সাইক্লোন তিতলি বৃহস্পতিবার সকালে ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুরে আছড়ে পড়েছে। হাওয়ার গতিবেগ ঘন্টায় ১২৬ কিলোমিটার। ঘূৰ্ণিঝড়ের প্ৰভাবে লণ্ডভণ্ড গোপালপুর। পশ্চিমবঙ্গের দিকে ততটা প্ৰভাব না পড়লেও ওড়িশা, অন্ধ্ৰপ্ৰদেশে এর প্ৰভাব মারাত্মকভাবে পড়েছে।ঝড়ের প্ৰভাবে ওড়িশায় ৮ জন মারা গেছে। অন্ধ্ৰপ্ৰদেশে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পালাসা রেলস্টেশন ও ভিজিয়ানা গ্ৰাম ঝড়ের প্ৰভাবে তছনছ হয়েছে। অন্ধ্ৰের উপকূলবৰ্তী জেলাগুলিতে জারি করা হয়েছে রেড অ্যালাৰ্ট। ঝড়ের প্ৰভাব পড়েছে ওড়িশার ভুবনেশ্বর এবং পুরীতেও। ধসে গিয়েছে অসংখ্য মাটির বাড়ি। অন্ধ্ৰের গঞ্জাম ও বেরহামপুরের বাসিন্দাদের প্ৰশাসনের তরফে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতায় আবহাওয়া দফতর জানিয়েছে পুজোর পাঁচ দিন শহরে বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্ৰবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা ও তার পাৰ্শ্ববৰ্তী জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ঝড়ের প্ৰভাবে অসমের গুয়াহাটি সহ বিভিন্ন জেলায় ঠান্ডা হাওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। 

No comments

Powered by Blogger.