Header Ads

শনিবার তিনদিনের সফরে ডিমা হাসাও জেলায় আসছেন রাজ্য বিজেপি-র সভাপতি রঞ্জিত কুমার দাস


বিপ্লব দেবঃ হাফলং
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজ্য বিজেপি-র সভাপতি রঞ্জিত কুমার দাস তিনদিনের ডিমা হাসাও জেলা সফরে আসছেন। শনিবার গুয়াহাটি থেকে সড়ক পথে বেলা ১১ টা নাগাদ মাইবাং মহকুমার অন্তর্গত নাবলাইডিসাতে উপস্থিত হয়ে বিজেপি-র নেতা কর্মীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন তারপর রাতে হাফলং ফিরে আসবেন। রবিবার রাজ্য বিজেপি-র সভাপতি দিহাঙ্গীতে এক কর্মী সভায় যোগ দিয়ে বিকেল তিনটে নাগাদ হাফলং এন এল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সের ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সভায় যোগ দিয়ে সোমবার সকালে হাফলঙে কৃষি বিভাগের নবনির্মিত একটি অতিথিশালার উদ্বোধন করে মাহুরে এক কর্মী সভায় যোগদিয়ে দুপুরে সড়ক পথে গুয়াহাটি ফিরে যাবেন। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের আগামী নির্বাচনের রনকৌশল নিয়ে বিজেপি নেতা কর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন রঞ্জিত কুমার দাস। আগামী নভেম্বরে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়া একপ্রকার নিশ্চিত। আগামী ৯ অক্টোবর পার্বত্য পরিষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তারপরই নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে পারে রাজ্যের নির্বাচন আয়োগ। ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে ডিমা হাসাও জেলাপ্রশাসন প্রস্তুতি শুরু করে দিয়েছে। উল্লেখ্য গত ৩ জুন বিজেপি শাষিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পাঁচ বছরের কার্যকাল শেষ হয়ে যায় তবে এনআরসি নবায়নের কাজের জন্য অসমের রাজ্যপালের নির্দেশে রাজ্যসরকারের পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগ বিজেপি শাষিত পার্বত্য পরিষদের কার্যকাল আরও ছয়মাস বাড়িয়ে দেয় এবং রাজ্যসরকারের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়ে প্রাক্তন বিধায়ক তথা পার্বত্য পরিষদের প্রাক্তন সিইএম সমরজিৎ হাফলংবারে করা এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে গৌহাটি হাইকোৰ্ট  আগামী ৩ ডিসেম্বরের মধ্যে পার্বত্য পরিষদের নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল রাজ্যসরকারকে।  এবং ৪ অক্টোবর পার্বত্য পরিষদের নির্বাচনের দিন তারিখ গৌহাটি হাইকোৰ্টকে জানানোর নির্দেশ দিয়েছিল রাজ্যসরকারকে তবে বৃহষ্পতিবার রাজ্যসরকারের পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগ ও রাজ্য নির্বাচন আয়োগের পক্ষ থেকে গৌহাটি হাইকোৰ্টে এক হলফনামা দিয়ে জানানো হয় রাজ্যসরকার পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করতে প্রস্তুত রয়েছে এবং ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠিত করানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ অবস্থায় পরিষদের নির্বাচন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। তার আগে রাজ্য বিজেপি-র সভাপতি জানিয়েছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন নভেম্বরের শেষে অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.