Header Ads

মহাসপ্তমীতে অঞ্জলি দিয়ে মা দুর্গার আশীর্বাদ নিলেন রাজ্যপাল জগদীশ মুখী



দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ মহাসপ্তমীতে মা দুর্গার চরণে অঞ্জলি দিয়ে আশীর্বাদ নিলেন রাজ্যপাল জগদীশ মুখী। এদিন দুপুরবেলা পাণ্ডু বড়বাজারের দুর্গা মণ্ডপে উপস্থিত হন তিনি। প্ৰসঙ্গত, মহাসপ্তমীর সকাল থেকেই পাণ্ডু মালিগাও এলাকার প্রত্যেকটি পূজামণ্ডপে ছিল লোকের ভিড়। বড় বাজারের দুর্গাপুজো এলাকার অনেক পুরনো পুজো। এখানে দুৰ্গা মায়ের স্থায়ী মণ্ডপ রয়েছে। মা দুর্গার পুজো স্থায়ী মণ্ডপে করা হয়। বহু বছর ধরে এই মণ্ডপে মা দুর্গা পুজিতা হয়ে আসছেন। এদিন মায়ের পূজার পর রাজ্যপাল জগদীশ মুখী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উত্তর-পূর্বাঞ্চলের বিকাশ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্বাঞ্চলের বিকাশের জন্য তথা অসমের মানুষের উন্নতির জন্য চেষ্টা করছেন। মুখী আরও বলেন, অসমের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছেন এবং অসমকে জানারও তিনি চেষ্টা করেছেন। তার মতে অসমের লোকেরা শান্তিপ্রিয়, সহজ ও ধার্মিক পরায়ন লোক সাহিত্য সংস্কৃতি এবং কলার ক্ষেত্রে সমগ্র দেশের মধ্যে অসম অন্যতম। বিভিন্ন অভাব ছাড়াও সাম্প্রতিক সাহিত্যিক যোগদান অসমের খুবই প্রশংসনীয়। তিনি আরও বললেন যে কেন্দ্ৰীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের  বিকাশের জন্য প্রথম থেকেই জোর দিয়ে আসছেন। যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামোর ওপর ও জোর দিয়েছে কেন্দ্র।  রেল, রাস্তা ,জল এবং ডিজিটাল কানেক্টিভিটির ওপর বিশেষ জোর দিয়েছে কেন্দ্র। এছাড়াও  বিভিন্ন যোজনা সরকারের থেকে শুরু করা হয়েছে। যা ব্যবহার  করলে অসমবাসী লাভবান হতে পারবে।রাজ্যপালের সাথে উপস্থিত ছিলেন এলাকার সমাজ সেবক শঙ্কারলাল পারেখ ও  বহু গণ্যমান্য ব্যক্তি। এদিন রাজ্যপাল একটি স্মরণিকারও উন্মোচন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.