Header Ads

শিবসাগরে দুৰ্ঘটনাস্থলে নৌসেনা বাহিনী

সোমবার রাতে শিবসাগরে দুৰ্ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় নৌসেনার দল। রাতেই দলটি ঘটনাস্থল খতিয়ে দেখে। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ শুরু হবে উদ্ধার অভিযান। প্ৰসঙ্গত, শনিবার এক দুৰ্ঘটনায় একটি সুইফ্ট ডিজায়ার সমেত দিখৌ নদীতে একই পরিবারের পাঁচজন সদস্য ডুবে যায়। ঘটনার ৩ দিন পরও কোনও সন্ধান পায়নি এসডিআরএফ, এনডিআরএফ-এর দল।

No comments

Powered by Blogger.