Header Ads

জাকার্তার এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠান

এশিয়ান গেমসে ভারত ১৫টি সোনা সহ ৬৯ টি পদক পেয় মর্যাদা সম্পন্ন জায়গায় পৌঁছায়, অসমের হিমা দাস সোনা সহ ৩টি পদক পেয়ে রেকর্ড গড়লেন। হিমার নগাঁওয়ের ধিংয়ের গ্ৰামে আন্তর্জাতিক পর্যায়ের ময়দান তৈরি করবেন সরকার। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল অসমকে দেশের ক্ৰীড়ার রাজধানী গড়ার প্ৰতিশ্ৰুতি দিয়েছেন। আজ ৩ সেপ্তেম্বর থেকে গুয়াহাটিতে সর্বপ্ৰথম WKF- World Title Belt 2018 চেম্পিয়নশ্বীপ অনুষ্ঠীত হচ্ছে। ভারত ছাড়াও অষ্টেলিয়া, নেপাল, মরক্কোর প্ৰতিযোগিরা অংশ গ্ৰহণ করবেন। রাধা গোবিন্দ বরুয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.