Header Ads

সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধ হাফলং সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের

বিপ্লব দেবঃ হাফলং 
হাফলং সরকারি মহাবিদ্যালয়ে যাওয়ার পূর্ত সড়কটি সংস্কারের দাবিতে সোমবার সকাল থেকে সড়ক অবরোধ গড়ে তুলে হাফলং সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অবরোধের ফলে এই পূর্ত সড়কে সোমবার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছিল। তবে দুপুরের দিকে বিধায়ক বীরভদ্র হাগজারের কাছ থেকে সড়ক সংস্কারের আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নিলে এই পূর্ত সড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।   দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই পূর্ত সড়কটি। কিন্তু কলেজ পড়ুয়াদের জন্য গুরুত্ব পূর্ণ সড়ক পথটি সংস্কারে তেমন কোন পদক্ষেপ গ্রহন করেনি পূর্ত বিভাগ এমনই অভিযোগ তুলেন ছাত্রছাত্রী সহ স্থানীয় বাসিন্দারা। এমনকি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উদাসীনতার দরুন রাস্তার এই বেহাল দশা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাইপ লাইন দীর্ঘদিন থেকে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে।  কিন্তু  জনস্বাস্থ্য কারিগরি বিভাগ পাইপ লাইন মেরামত করছেনা এতে রাস্তার উপর দিয়ে জল যাওয়ার দরুন পিচের প্রলেপ উঠে গিয়ে রাস্তার অবস্থা কঙ্কালসার হয়ে পড়ে।  তাছাড়া এই গুরুত্ব পূর্ণ রাস্তার পাশে থাকা ফুটপাত স্থানীয় কিছু ওয়েলডিং দোকান লোহার সামগ্রী দিয়ে অবৈধ ভাবে বেদখল করে রাখা ফলে  ফুটপাত দিয়ে চলা দুষ্কর হয়ে উঠে এমনই অভিযোগ পথচারীদের।  তাছাড়া সরকারি মহাবিদ্যালয়ের এই অ্যাপ্রোচ রোডের পাশেই গড়ে উঠেছে ইট বালু পাথর ও সিমেন্ট সহ কাবারির দোকান এবং কাবারির সামগ্রী অবৈধ ভাবে রাস্তার পাশে এবং কলেজের গেটের সামনে ডাম্পিং করে রাখা হয় বলে অভিযোগ এনিয়ে হাফলং সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা ও হাফলং টাউন কমিটির চেয়ারম্যান অনিল দাওলাগাপুর কাছে পৃথক পৃথক স্মারকপত্র দেওয়ার পরও কাজের কাজ কিছু না হওয়ায় সোমবার সকাল থেকে হাফলং সরকারি মহাবিদ্যালয়ের পড়ুয়ারা বাশ দিয়ে ব্যারিকেড তৈরী করে কলেজ অ্যাপ্রোচ রোড সম্পূর্ন বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে অবরোধ গড়ে তুলে।  এতে হাফলং সরকারি মহাবিদ্যালয়ে যাওয়ার পূর্ত সড়কে  যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এদিকে কলেজ পড়ুয়াদের বিক্ষোভে পুরো কলেজ রোড এলাকা উত্তপ্ত হয়ে উঠলে সোমবার দুপুরে বিক্ষোভ স্থলে ছুটে আসেন বিধায়ক বীরভদ্র হাগজার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের চেয়ারপার্সন তথা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের দায়িত্বে থাকা পরিষদ সদস্য রানু লাংথাসা পার্বত্য পরিষদের সচিব টি টি দাওলাগাপু ও বিজেপির জেলা সভাপতি নিপোলাল হোজাই। অবরোধ স্থলে উপস্থিত হয়েই ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে রাস্তা সংস্কারের আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান বিধায়ক বীরভদ্র হাগজার সহ পার্বত্য পরিষদের চেয়ারপার্সন রানু লাংথাসা ও পরিষদের সচিব টি টি দাওলাগাপু্ । কিন্তু এতে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নিতে রাজি হয়নি। তারপর বিধায়ক বীরভদ্র হাগজার আজ থেকেই রাস্তা সংস্কারের কাজ শুরু করার প্রতিশ্রুতি দেওয়ার পর হাফলং সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের সড়ক অবরোধ সোমবার দুপুরে প্রত্যাহার করে নেয়।  তবে ছাত্রছাত্রীরা জানিয়ে দেয় প্রতিশ্রুতি মত যদি কাজ না হয় তাহলে পরবর্তীতে তারা আরোও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.