Header Ads

ডিমা হাসাও ও কার্বি-আংলংকে নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিঃ এএসডিসি

বিপ্লব দেবঃ হাফলং
পৃথক রাজ্যের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর ২৪ ঘন্টার ডিমা হাসাও এবং কার্বি-আংলং ও পশ্চিম কার্বি-আংলং জেলা বনধের ডাক দিয়েছে অটোনমাস স্টেট ডিমান্ড কমিটি (এএসডিসি)। মঙ্গলবার সকাল ৫ টা থেকে বনধ শুরু হবে চলবে বুধবার সকাল ৫ টা পর্যন্ত। এএসডিসির ডাকা অসমের তিন পাহাড়ি জেলা বনধকে সমর্থন কার্বি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (কেএসএ) নিমসো চিংথেও আসং নামের দুটি সংগঠন। উল্লেখ্য দীর্ঘ কয়েক বছর থেকে অটোনমাস স্টেট ডিমান্ড কমিটি (এএসডিসি) ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলাকে নিয়ে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছে। এমনকি পৃথক রাজ্যের দাবিতে কেন্দ্র ও রাজ্যসরকারের কাছে দাবি জানিয়ে আসছে। কিন্তু কেন্দ্র ও রাজ্যসরকার অসমের এই তিনটি পাহাড়ি জেলার পৃথক রাজ্যের দাবি নিয়ে তেমন কোনও গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। তাই সংবিধানের ষষ্ট তপশিলির অধীনে ২৪৪ (ক) অনুচ্ছেদ অনুসারে পৃথক রাজ্যের দাবিতে ৪ সেপ্টেম্বর ২৪ ঘন্টার ডিমা হাসাও কার্বি-আংলং ও পশ্চিম কার্বি-আংলং জেলা বনধের ডাক দেয় অটোনমাস স্টেট ডিমান্ড কমিটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.