Header Ads

রেল শহর লামডিং এ মাদকদ্রব্য সেবনে বৃদ্ধিতে চিন্তিত রেলপ্রশাসন


আশীষ দেঃ লামডিং 
শহরের  বিভিন্ন  প্রান্তে  মাদকদ্রব্যের  রমরমা  বিক্রির  ফলে  বাড়ছে   কিশোর  থেকে  প্রৌঢ়দের  মাঝে  আসক্তি । ভেঙে  পড়েছে  সামাজিক ও অর্থনৈতিক  বুনিয়াদ । দীর্ঘদিন ধরেই  এই  সমস্যায়  ভুগছে  এই ছোট্ট  শহর ।  বিশেষত  রেলের  একাংশ  কর্মীদের  মধ্যে  এটির প্রচলন   দীর্ঘদিনের ।  একটি  বেসরকারি সংস্থার সার্ভে  অনুসারে  প্রায়   73%  কর্মী  নিয়মিত  মদ্যপান করেন  । এর ফলে তাদের শরীরে  বিভিন্ন ধরনের  রোগ  দেখা যায়,  ও অনেকেই  লিভার  সিরোসিস ও  pancreatic  অসুখে আক্রান্ত  ও অপরিণত  বয়সে  মারা যান । রেখে যান ঋণের বোঝাসহ  নাবালক  সন্তানদের । রেলওয়ে  হাসপাতালের  দ্বারা  একটি  নন কমিউনিকেবল  ডিজিজ এর উপর একটি  বিশেষ  স্বাস্থ্য পরীক্ষার  ব্যবস্থা করা হয়  তার পর কিছু  পদক্ষেপ নেয়া হয়েছিলো  কিন্তু লক্ষ্যণীয়  পরিবর্তন  দেখা যায়নি ।  2011  সনে ঘরোয়া  ও আরপিএফের  যৌথ উদ্যোগে  ও তদানীন্তন  ডিআরএম  শ্রী  অজিত  পন্ডিত  এর  আন্তরিক  আগ্রহে  একটি  পুনর্বাসন  ও চিকিৎসা পরিষেবা কেন্দ্র চালু করা  হয়  এখানে  মাদকাসক্তদের  ভর্তি করে  চিকিৎসা  ও  সুস্থ  জীবনে  ফিরিয়ে আনতে  সাহায্য  করা হয় ।  তবে এটা বন্ধ করে দিতে  হয়  বিভিন্ন  অসুবিধার জন্য ।   বর্তমানের  ডিআরএম  শ্রী আশীষ  শর্মা  আবার  নতুন করে উদ্যোগ  নিয়েছেন  রেল  এলাকা  ও কর্মচারীদের মাদকদ্রব্যের  থেকে  দূরে  রাখতে ।  তার অনুরোধে  ঘরোয়া  গত  5th  সেপ্টেম্বর  স্থানীয়  গান্ধী  কলোনি এলাকায় একটি  সচেতনতা শিবির  আয়োজিত  করেন  সহযোগিতায়  ছিলেন,  আরপিএফ । এই সভায়  বক্তব্য রাখেন  আরপিএফ  এর  সহায়ক  সুরক্ষা  আয়ুক্ত ,  আরপিএফের  ইন্সপেক্টর ও ঘরোয়ার প্রতিনিধি  ও স্থানীয়  বাসিন্দারা । ঘরোয়া গত  দশ বছর ধরে  নগাঁও জেলায়  শিরায়  নেশা  নেওয়া  চার শতাধিক  যুবকের  মাঝে  কাজ করে যাচ্ছে এবং  লামডিং এলাকা এর অন্তর্গত ।  পরবর্তীতে  অন্যান্য  এলাকায়  এই ধরনের  শিবির  আয়োজিত  হবে  বলে জানিয়েছেন  শ্রী অনুপ  কুমার  দাস  ঘরোয়ার সিইও 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.