নয়া ঠাহর প্ৰতিবেদন,
তিরুঅনন্তপুরমঃ কেরলের সবরিমালা মন্দিরে মেয়েদের ঢোকার অনুমতি দিল সুপ্ৰিম কোৰ্ট।
এতোদিন ১০ থেকে ৫০ বছর বয়সী ঋতুমতী মহিলাদের ওই মন্দিরে প্ৰবেশাধিকার ছিল না। আদালত
জানিয়েছে নারীরা কোনও অংশে পুরুষদের থেকে কম নন।আর ভগবানের সঙ্গে ভক্তের সম্পৰ্ক
কোনও শরীরবৃত্তিয় কাজের ওপর নিৰ্ভর করে না।
কোন মন্তব্য নেই