Header Ads

সেপ্টেম্বরের শুরুতেই জাটিঙ্গাতে পরিযায়ী পাখি আসতে শুরু করল


বিপ্লব দেবঃ হাফলং 
শরতের আগমনের সাথে সাথেই পরিযায়ী পাখির আসা যাওয়া শুরু হয়ে গেল পাহাড়ে। সেপ্টেম্বরের শুরুতেই জাটিঙ্গাতে পাখি আসা শুরু হয়ে গেল। এখন শুধু জাটিঙ্গাই নয় ঘন কোঁয়াশা ও আলোর ঝলমলে জাটিঙ্গার আশপাশ এলাকা গুলির বিভিন্ন স্থানে পাখি আসার দৃশ্য পরিলক্ষিত হয়। রাতে বিদ্যুতের আলোতে মানুষের বাড়ির ভিতরে চলে আসে পাখি হাফলং কলেজ রোডের এক বাড়ির ভিতরে আলোর রশ্মিতে এক পরিযায়ী পাখি এসে পড়ে অবশেষে বাড়ির মালিক ওই পাখিটিকে তুলে নিয়ে ছেড়ে দেন। প্রতিবছরই সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত পরিযায়ী পাখিরা আসে জাটিঙ্গাতে ঘন কূয়াশা ও আলোর তীব্রতায় দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে উড়ে যাওয়ার পথে আলোর রশ্মিতে নীচে নেমে আসে দেশ দেশান্তরের পরিযায়ী পাখিরা। এমনকি আলোর রশ্মিতে তীব্রবেগে নেমে আসার সময় গাছে মানুষের বাড়ির ওয়ালে এমনকি জাতীয় সড়কে রাতে চলাচলকারী গাড়িতে লেগে অনেক সময় মৃত্যু ঘটে এসব পরিযায়ী পাখির। তাই এখন জাটিঙ্গা সহ তার আশপাশ এলাকায় রাতে হেলোজেন সার্চ লাইট ইত্যাদি জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে বনবিভাগের পক্ষ থেকে কারন এসব লাইট জ্বালিয়ে জাটিঙ্গা গ্রামে গিয়ে পাখি শিকার করার মত ঘটনা ঘটে। গত বছর তথ্য চিত্র নির্মানের নামে এভাবে লাইট জ্বালিয়ে পাখি নিধনের মত ঘটনা সংগঠিত হওয়ার পর থেকে জেলা প্রশাসন ও বনবিভাগ নড়েচড়ে বসে।  প্রশাসনের অনুমতি ছাড়া জাটিঙ্গায় শুটিং করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। গতবছর এভাবে পাখি নিধনের মত ঘটনা সংগঠিত হওয়ার পরই জেলাপ্রশাসন তথ্যচিত্র নির্মান সহ যে কোনও শুটিং প্রশাসনের অনুমতি ছাড়া নিষিদ্ধ করা হয়েছে। এদিকে পরিযায়ী পাখির আনাগোনা বেড়ে যাওয়ার সাথে সাথে পর্যটকদের আশা যাওয়া বেড়ে যায় পাহাড়ে।  উল্লেখ্য এখন শুধু জাটিঙ্গাতেই পাখি আসে তেমন নয় রেটজলের কাছে দিহিংয়ে এখন ঝাঁকেঝাঁকে দেশ দেশান্তর থেকে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি আসে। এমনকি উমরাংসোর নিউতিংবুং গ্রামে আমুর ফেলকন পাখি আসার আনাগোনা শুরু হয়ে গেছে। তাই প্রতিবছর উমারাংসোতে ফেলকন উৎসবের আয়োজন করে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ও ডিমা হাসাও পর্যটন বিভাগ। এই আমুর ফেলকন পাখি দেখতে পর্যটকদের প্রচুর ভিড় জমে উমরাংসোতে। এছাড়া সপ্তাহের শেষে ছটি কাটাতে এখন উমরাংসোর পানিমর জলপ্রপাত উমরাংসো গলফ কোর্স কপিলি হ্রদের সৌন্দর্য্য উপভোগ করতে প্রচুর পর্যটক ভিড় করেন উমরাংসোতে। তাই উমরাংসো এখন অসমের এক অন্যতম পর্যটন কেন্দ্র স্থল হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.