Header Ads

বটদ্ৰবায় নারকীয় হত্যা কাণ্ডের প্ৰধান অভিযুক্ত জাকির হুসেনকে ফাঁসির আদেশ


গুয়াহাটিঃ নগাঁও জেলার বটদ্ৰবায় বলাৎকারের মূল অভিযুক্ত জাকির হুসেনকে মৃত্যু দণ্ড দেওয়া হয়। আজ নগাঁও জেলার দায়রা আদালত এই মৃত্যু দণ্ডের আদেশ দেন। গত ২৩ মাৰ্চ দুই নাবালককে সঙ্গে নিয়ে জাকির হুসেন ১৩ বছরের এক ছাত্ৰীকে বলাৎকার করার পর কেরাসিন তেল ঢেলে জ্বালিয়ে দিয়েছিল। এই নারকীয় ঘটনায় রাজ্যে জুড়ে প্ৰতিবাদের ঝড় উঠেছিল। ১১৪ দিনের মাথায় নগাঁও দায়রা আদালতের বিচারপতি প্ৰধান অভিযুক্ত জাকিরকে দৃষ্টান্তমূলক চরম শাস্তি ফাঁসির আদেশ দিয়ে বলেন, এই ঘটনার ফলে সমাজে ধৰ্ষণের ঘটনা হ্ৰাস পাবে। গত ২৩ মাৰ্চ বটদ্ৰবার ধুনীয়াভেটি লালুংগাঁওয়ে এই জঘন্য ঘটনা সংঘটিত হয়েছিল। নাবালক দুই অভিযুক্তকে যোরহাটে সংশোধনাগারে পাঠানো হয়। তিন বছর বাদে তাদের শাস্তি হতে পারে। তথ্য প্ৰমাণের অভাবে বাকি ৪ জনকে ছেড়ে দেওয়া হয়।অপর দিকে ২০১৪ সালের ২০ ডিসেম্বর এনডিএফবি (এস) গোষ্ঠীর জঙ্গিরা কোকরাঝাড়, এবং বিশ্বনাথ চারিআলিতে কয়েকজনকে হত্যা করেছিল। ঢেকিয়াজুলির শান্তিপুরে ৬ জন আদিবাসী লোককেও হত্যা করে। কেন্দ্ৰের ন্যাশনাল ইনভেষ্টিগেটিং এজেন্সী (এন আই এ)  আদালতে  জঙ্গিগোষ্ঠীর ৪ জনকে অভিযুক্ত করে। সঞ্জু বরদলৈ, নিতুল দৈমারী, অজয় বসুমতারী এবং বিষ্ণু নাৰ্জারীকে দোষী সাব্যস্ত করে। পারে তাদের শাস্তি ঘোষণা করা হবে বলে সরকারি সূত্ৰে জানা গেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.