Header Ads

সমকামিতা কোনও অপরাধ নয়, রায় সুপ্ৰিমকোৰ্টের




নয়াদিল্লিঃ সমকামিতা এখন আর কোনও অপরাধ নয়। বৃহস্পতিবার এই রায় দিল সুপ্ৰিমকোৰ্ট। এর আগে ২০১৩ সালে আইপিসি ৩৭৭ ধারা বলবৎ রেখে সমকামিতাকে অপরাধ হিসেবেই জানিয়েছিল কোৰ্ট। তবে গত জুলাই থেকে সমকামিতা নিয়ে ফের শুনানি শুরু হয়। এ সংক্ৰান্ত বিভিন্ন হলফনামার শুনানির পর কোৰ্ট জানিয়েছে, লিঙ্গ পরিচয়ের জন্য কাউকে আর মনে ভয় নিয়ে বাঁচতে হবে না। সমকামীদের সম্মান সহকারে বাঁচার অধিকার আছে। সময়ের সঙ্গে সঙ্গে আইন সংশোধনের প্ৰয়োজন রয়েছে। এদিন মুখ্য বিচারপতি দীপক মিশ্ৰ নেতৃত্বাধীন পাঁচ বিচারকের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.