Header Ads

শেষ পৰ্যন্ত সুবোধ বিশ্বাস জামিন পেলেন, সরকার দুৰ্বল স্থিতি গ্ৰহণ করায় জামিন পেলেন বলে অভিযোগ আসুর


গুয়াহাটিঃ শিলাপাথার কাণ্ডের প্ৰধান অভিযুক্ত সুবোধ বিশ্বাসকে আজ গৌহাটি হাইকোৰ্ট শৰ্তাধীনে জামিন মঞ্জুর করেন। বিচারপতি মীর আলফাজার আলির আদলতে তার জামিন মঞ্জুর করা হয়। গত বছর ৬ মাৰ্চ শিলাপাথারে এক জনসভার পর একাংশ দুষ্কৃতিকারী আসুর কাৰ্যালয় লক্ষ্য করে ইট পাটকাল ছোড়ে, অফিস ভাঙচুর করে। এই অভিযোগে আসুর রাজ্য জুড়ে তীব্ৰ প্ৰতিবাদের পর পশ্চিমবাংলার চব্বিশ পরগনার এক জায়গা থেকে সুবোধ বিশ্বাসকে গ্ৰেফতার করা হয়েছিল।পরে গৌহাটি হাইকোৰ্টের আইনজীবী তথা সারা অসম বাঙালি যুব ছাত্ৰ ফেডারেশনের উপদেষ্টা সহদেব দাস, বেনী মাধব রায়, সুভাষ বিশ্বাস প্ৰমুখ ৫৫ জনকে সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ লাগোনোর অভিযোগে গ্ৰেফতার করা হয়েছিল। একজনকে অপ্ৰাপ্ত বয়স্ক হওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। বাকিদের আগেই ছেড়ে দেওয়া হয়েছিল। আজ সুবোধ বিশ্বাসকে ছাড়া হল। আসুর সভাপতি দীপাংক নাথ এবং সাধারণ সম্পাদক লুরিণজ্যোতি গগৈ তীব্ৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে বলেছেন, বিজেপি সরকার দুৰ্বল স্থিতি গ্ৰহণ করায় ‘খলনায়ক' সুবোধ বিশ্বাসকে জামিন দেওয়া হয়। আসু রাজ্যে সরকারকে ক্ষমা করবে না। অসমের জমিতে সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি বিনষ্ট হতে দেওয়া হবে না। বিচারপতি মীর আলফাজার আলির আদালতে আজ জামিন দেওয়া হলেও রিলিজ অৰ্ডার দেওয়া হয়নি। আগামীকাল শঙ্করদেবের জন্মতিথি আদালত বন্ধ থাকবে। আগামী ২০ তারিখে রিলিজের সম্ভাবনা আছে। রাজ্যের সংখ্যালঘু সংগঠনগুলি সুবোধ বিশ্বাসের জামিনে খবরে সন্তোষ প্ৰকাশ করে বলেছে, এই ঘটনার পর গৌরীপুর আসুর কাৰ্যালয় ভাঙচুর করা হয়। কয়েকজন যুবককে গ্ৰেফতার করা হয়। পরে যখন জানা  যায় ঐ যুবকরা কোচ রাজবংশী জনগোষ্ঠী সংগঠনের সদস্য, তখন তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আদালত কড়া শৰ্তে সুবোধ বিশ্বাসকে জামিন মঞ্জুর করে। সুবোধ বিশ্বাসকে ধেমাজি জেলার বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না, যখনই প্ৰয়োজন হবে আদালতে হাজিরা দিতে হবে।
মহারাষ্ট্ৰের নাগপুরের বাসিন্দা সুবোধ বিশ্বাসের সঙ্গে বিজেপির শীৰ্ষ স্থানীয় নেতাদের সু-সম্পৰ্ক থাকার পরও তাঁকে দীৰ্ঘ দের বছর জেল খাটতে হল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.