Header Ads

বৈধ ট্রনজিট পাস থাকার পর ও বনবিভাগের কাছাড় ডিভিশন বান্দরখাল বিট অফিসে ৫০ টি পাথর বোঝাই ট্রাক আটকে রাখে


বিপ্লব দেবঃ হাফলং
বৈধ ট্রানজিট পাস থাকার পর ও বনবিভাগের কাছাড় ডিভিশনের অধীন বান্দরখাল ও  বালাছড়া চেক গেটে ডিমা হাসাও জেলা থেকে পাথর নিয়ে যাওয়া ৫০ টির বেশী ট্রাককে আটকে রাখা হয়। অভিযোগ পেয়ে শুক্রবার হাফলং থেকে সাংবাদিকদের দল বনবিভাগের কাছাড় ডিভিশনের বান্দরখাল বিট অফিসে উপস্থিত হলে দেখা যায় কাছাড় ডিভিশনের অধীনে বান্দরখাল বিট অফিসের কর্মীরা আরাজকতার সৃষ্টি করে রেখেছে সেখানে। ডিমা হাসাও জেলার বন বিভাগের হারাঙ্গাজাও রেঞ্জের রেঞ্জ অফিস থেকে বৈধ ট্রানজিট পাস দেওয়ার পর ও ৫০ টি-র বেশী পাথর বোঝাই ট্রাককে আটকে রাখে  বান্দরখাল বিট অফিসের কর্মীরা। এমনকি বনবিভাগের ডিমা হাসাও জেলার পশ্চিম ডিভিশনের ডিএফও কাছাড় ডিভিশনের ডিএফও সানিদেও চৌধুরীর কাছে বান্দরখাল ও বালাছড়া গেটে আটকে রাখা পাথর বোঝাই ট্রাক গুলির কাছে বৈধ ট্রানজিট পাস রয়েছে এবং ট্রাক গুলিকে ছেড়ে দেওয়ার জন্য গত ২৭ সেপ্টেম্বর লিখিত ভাবে জানানোর পরও পাথর বোঝাই ট্রাক গুলিকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আটকে রাখা হয়েছে। এদিকে বান্দরখাল চেক গেটে বৈধ ট্রানজিট পাস থাকার পর ও এই পাথর বোঝাই ট্রাক গুলিকে কেন আটকে রাখা হল  ফরেষ্টার এল কে থাডো ও বনকর্মী শুভেন্দু দাওলাগাপুকে জিজ্ঞেস করা হলে ওই দুই বনকর্মী কোনও সদুত্তর দিতে পারেনি। তবে এল কে থাডো বলেন বনবিভাগের কাছাড় ডিভিশনের উপর তলার অফিসারদের নির্দেশে আমাদের কাজ করতে হচ্ছে।  এর চেয়ে বেশী আমাদের কিছু জানা নেই। বান্দরখাল চেক গেটে বৈধ ট্রানজিট পাস থাকা ৫০ টির বেশী পাথরবোঝাই ট্রাক আটকে রাখে কাছাড় ডিভিশনের বনবিভাগ। তবে এর মধ্যে এবিসিআই-র নির্মান সংস্থার পাথর বোঝাই ট্রাক গুলিকে আবার ছেড়ে দিচ্ছে বোঝাই ট্রাক গুলিকে আবার ছেড়ে দিচ্ছে বনকর্মীরা এদের কাছে বৈধ ট্রানজিট পারমিট রয়েছে কিনা তা না দেখেই। শুক্রবার বান্দরখালে সাংবাদিকরা উপস্থিত হলে বান্দরখাল চেক গেটে আটকে থাকা পাথর বোঝাই ট্রাকের চালকরা ক্ষোভের সঙ্গে জানান তাদের কাছে বৈধ ট্রানজিট পারমিট থাকার পরও গত দুদিন থেকে তাদের এভাবে আটকে রাখা হয়। কেন তাদের আটকে রাখা হয়েছে এ বিষয়ে বনকর্মীরা তাদের ভালো করে কিছু বলছেনা। এদিকে বান্দরখাল চেক গেটে আটকে থাকা পাথর বোঝাই ট্রাকের চালক আবুল হাসান বলেন আগে কখনও এরকম হয়নি। গত কিছুদিন থেকে এভাবে বৈধ পারমিট থাকার পরও পাথর বোঝাই গাড়ী আটকে রাখা বান্দরখাল ও বালাছড়া চেক গেটে। আবুল হাসানের অভিযোগ বৈধ ট্রানজিট পাস নিয়ে বনবিভাগের কাছাড় ডিভিশনের চেক গেটে কখনও ৪ হাজার থেকে ১০ হাজার টাকা করে প্রতিটি চেক গেটে দিতে হয়। আর এতে বনবিভাগের কাছাড় ডিভিশনের ডিএফও থেকে শুরু করে সবাই জড়িত। আবুল হাসানের অভিযোগ পরিমল শুক্লবৈদ্য বনমন্ত্রী হওয়ার পরই এভাবে বনবিভাগে দূর্নিতী বেড়ে গেছে যার ফলে বৈধ ট্রানজিট পাস নিয়ে ও আমাদের এভাবে হেনস্তার মুখে পড়তে হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.