Header Ads

ছাত্রছাত্রীদের ভালো শিক্ষার সঙ্গে সঙ্গে ভালো সংস্কার থাকা জরুরি পুলিশসুপার


বিপ্লব দেবঃ হাফলং
শিক্ষার সঙ্গে সঙ্গে ভালো সংস্কার থাকা ও প্রয়োজন এই উপরোক্ত মন্তব্য ডিমা হাসাও জেলার পুলিশ সুপার প্রশান্ত শইকীয়ার। আজ  সরকারি উচ্চতর বালিকে বিদ্যালয়ে পুলিশ দিবসের অঙ্গ হিসেবে সামজিক যোগাযোগ মাধ্যমের আমাদের সমাজে উপকারিতা নিয়ে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুলিশসুপার বলেন ছাত্রছাত্রীদের ভালো শিক্ষার সঙ্গে সঙ্গে ভালো সংস্কার থাকা ও একান্ত জরুরি। কারন ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। তিনি বলে ভালো শিক্ষা ও ভালো সংস্কার নিয়ে সকলের সঙ্গে মিলেমিশে একতা বজায় রেখে অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বাড়বাড়ন্ত সমাজের ব্যাপক ক্ষতি করছে তাই এনিয়ে ছাত্রছাত্রীদের সচেতন হতে হবে। আজ যুবসমাজ যে ভাবে মাদক দ্রব্যের প্রতি আশক্ত হচ্ছে এ থেকে যুবসমাজকে দূরে থেকে শিক্ষা খেলাধূলা ও যোগাসনের প্রতি মনোযোগি হওয়ার আহ্বান জানান। এবং এই বার্তা সকল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাতীদের আহ্বান জানান। পুলিশসুপার প্রশান্ত শইকীয়া বলেন পুলিশ শুধু অপরাধ দমনেই কাজ করেনা।  পুলিশের সমাজের প্রতি ও দায়বদ্ধতা রয়েছে। পুলিশ কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করে অসমে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে অনেক পুলিশ কর্মী শহীদ হয়েছে। সমাজের ভালোর জন্য ত্যাগ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করে তিনি বলেন তাই ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষকে পুলিশকে সমর্থন করে মিলেমিশে পাহাড়ি জেলার ভালোর জন্য কাজ করা একান্ত জরুরি। পুলিশসুপার প্রশান্ত শইকীয়া বলেন ১৯৫১ সালে ১ অক্টোবর পুলিশ দিবস পালন শুরু হয় এবার ও ১ অক্টোবর পুল এবার ও ১ অক্টোবর পুলিশ দিবস পালন করা হবে কিন্তু এই পুলিশ দিবসের অঙ্গ ডিমা হাসাও পুলিশ শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ জেলাপুলিশ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় হয়েছেন যথাক্রমে  সরকারী উচ্চতর বালক বিদ্যালয়ের ছাত্র পাওসানিং রিয়ামে নাফি সাজেম তাছাড়া বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন  সরকারী উচ্চতর বালিকা বিদ্যালয়ের ছাত্রী শিলা কোঁওর। এদের হাতে পুরষ্কার তুলে দেন অবসরপ্রাপ্ত আইএস অফিসার সুভাষ লংমাইলাই পুলিশসুপার প্রশান্ত শইকীয়া ও  সরকারী উচ্চতর বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ ববি ইংতিপি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.