Header Ads

আলফার ১৪ জন ক্যাডার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেঃ পল্লব ভট্টাচাৰ্য

আলফাসহ অন্যান্য উগ্ৰপন্থীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশঃ ডিজিপি

গুয়াহাটিঃ আলোচনা বিরোধী স্বাধীন আলফার ১৪ জন ক্যাডার আত্মসমৰ্পণ করার জন্য পুলিশের সঙ্গে যোগযোগ অব্যাহত রেখেছে, আজ লখিমপুরে এই কথা জানান পুলিশের এ্যডিশনাল ডিজিপি পল্লব ভট্টাচাৰ্য। অস্ত্ৰ পরিত্যাগ করে সমাজজীবনের মূল স্ৰোতে ফিরে আসার আহবান জানিয়ে পুলিশের এডিজিপি পল্লব ভট্টাচাৰ্য লখিমপুরে বলেন, আলোচনার টেবিলে বসার জন্য উগ্ৰপন্থীদের জন্য দুয়ার সব সময় খুলে রাখা হয়েছে। আলফাৰ প্ৰাক্তন নেতা তথা কোকরাঝাড়ের  সাংসদ নব কুমার শরনীয়া কেন্দ্ৰীয় সরকারের সঙ্গে আলফার আলোচনাকে স্বাগত জানিয়ে বলেছেন, সম্মানজনক শৰ্তে এবং অসমের মানুষের আশা-আকাংঙ্খা পূরণ করা হলে আলোচনা ফলপ্ৰসূ হবে। অপরদিকে আজ ডিজিপি কুলধর শইকীয়া লখিমপুরে বলেন, আলফা স্বাধীন এবং অন্যান্য উগ্ৰপন্থী সংগঠনের বিরnদ্ধে অসম পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বিভিন্ন অপপ্ৰচার রোধ করার জন্য সোসাল মিডিয়ার উপর তীক্ষ্ন নজর রাখছে পুলিশ। বিভিন্ন অপরাধমূলক কাৰ্যকলাপ, মহিলাদরে বিরnদ্ধে নানা আক্ৰমণের ঘটনা, ডাইনী হত্যা বা অন্ধ বিশ্বাসসমূহ দূর করার জন্য অসম পুলিশ বিভিন্ন কাৰ্যক্ষম ব্যবস্থা গ্ৰহণ করেছে। ডিজিপি বলেন, পুলিশের পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে পৰ্যাপ্ত পুলিশ নিয়োগ, ভগ্নপ্ৰায় থানাগুলির সংস্কাৰ,  পুলিশ থানাগুলির উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অরnণাচলের প্ৰদেশে উত্তর পূৰ্বাঞ্চলের ডিজিপি এবং ডিআইজিদের এক গুরnত্বপূৰ্ণ বৈঠকে যোগ দেওয়ার জন্য ডিজিপি, এডিজিপি প্ৰমুখ ইটানগরের যাওয়ার পথে লখিমপুরে সাংবাদিকদের এই কথা জানান। ডিজিপি বলেন, ইটানগরের আইন শৃংঙ্খলা উন্নয়ন সংক্ৰান্ত সন্মেলনে এই অঞ্চলের উগ্ৰপন্থীর সমস্য এবং সীমা সমস্যা প্ৰাধান্য পাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.